নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবারও মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে লেনদেন কিছুটা বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে। ডিএসইতে ১ হাজার ৮০ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৩৮৪ কোটি ১৫ লাখ টাকা বেশি। সোমবার লেনদেন হয়েছিল ৬৯৬ কোটি ৬৪ লাখ টাকার। ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৮৩৭ পয়েন্টে। সিএসই সার্বিক সূচক ১৬৮ পয়েন্ট কমে ১৯ হাজার ৯৯০ পয়েন্টে অবস্থান করছে।