কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ঢাকার কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গাজী শহিদুল্লাহ মিয়া (৭০) নামের এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। হামলায় তাঁর ছেলেসহ পাঁচজন আহত হয়েছেন। দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাপুর বাসস্ট্যান্ডে গত শুক্রবার এ ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার সকালে মিটফোর্ড হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহত শহিদুল্লাহ মিয়া দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুরের করেরগাঁও এলাকার বাসিন্দা। তাঁর স্ত্রী মাজেদা বেগম বাদী হয়ে গতকাল সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
বীর মুক্তিযোদ্ধা গাজী শহিদুল্লাহ মিয়ার ছেলে মাসুম গাজী জানান, কিছুদিন আগে মেয়ের শ্বশুরবাড়ির একটি বিল নিয়ে স্থানীয় ইন্টারনেট ব্যবসায়ী শামীম, মমিন, রিপনের সঙ্গে শহিদুল্লাহর কথা-কাটাকাটি হয়। এ ঘটনার সালিস বৈঠক করেন শহিদুল্লাহ। সালিস বৈঠকে সবাই ইন্টারনেট ব্যবসায়ী শহিদুল মমিনুলের বিপক্ষে কথা বললে তাঁরা ক্ষিপ্ত হয়ে গত শুক্রবার আবদুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় তাঁকে একা পেয়ে ছুরিকাঘাত করেন। এ সময় শহিদুল্লাহকে বাঁচাতে আবিদ, সাইফুল, আসাদুল, আব্দুন নুর এগিয়ে গেলে তাঁদেরও ছুরিকাঘাত করা হয়। পরে তাঁদের উদ্ধার করে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে শহিদুল্লাহকে বাড়ি নেওয়ার পর অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘ছুরিকাঘাতের ঘটনায় আগেই একটি মামলা করা হয়েছিল। ঘটনাটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি।