দিনাজপুরের বিরামপুর উপজেলার বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে সবজির দাম কিছুটাও কমলেও বেড়েছে তেল, মসলা, ডাল, দেশি মুরগির দাম। খুচরা বাজারে কেজিতে চার থেকে পাঁচ টাকা করে বেড়েছে এসব পণ্যের দাম। ফলে নিম্ন আয় ও মধ্যবিত্ত পরিবারের খুচরা ক্রেতাদের মধ্যে অস্বস্তি দেখা গেছে। তবে অপরিবর্তিত রয়েছে অন্যান্য পণ্যের দাম।
গতকাল শনিবার দুপুরে বাজার ঘুরে দেখা যায়, সবজি বাজারে আগের দামের চেয়ে কিছুটা কমে বিক্রি হচ্ছে পেঁয়াজ ও কাঁচা মরিচ। কাঁচামরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকায়।
পেঁপে ৩০ টাকা, শসা ৪০ টাকা, লেবুর হালি বিক্রি হচ্ছে ১৫ টাকা, প্রতি কেজি বেগুন ৪০ টাকা, করলা ৫০ টাকা, দেশি টমেটো ৭০ টাকা, শিম ৮০ টাকা। এদিকে, খুচরা বাজারে প্রতি লিটার পামঅয়েল ১৩৫ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।
সয়াবিন লিটারপ্রতি ১৫২ থেকে ১৫৪ টাকায় বিক্রি হচ্ছে। সরিষার তেল কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৯০ টাকায়।
কাঁচা মাল ব্যবসায়ী হেলাল উদ্দিন বলেন, পাইকারী বাজারে কাঁচা সবজির দাম গত ১৫ দিনের তুলনায় কিছুটা কমেছে। তবে যে সব পণ্যের আমদানি কম সেগুলো বেশি দামে কিনতে হচ্ছে। দেশি পেঁয়াজ ৫০ টাকা দরে কিনে ৬০
টাকায় বিক্রি করছি। এলসি পিঁয়াজ ৩০ টাকায় কিনে ৪০ টাকা কেজিদরে বিক্রি করছি। তবে কাঁচা মরিচের দামও কিছুটা কম।