সিরাজগঞ্জ সংবাদদাতা
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে সিরাজগঞ্জে ১০ জন বীর মুক্তিযোদ্ধাকে টেলিভিশন উপহার দেওয়া হয়েছে। গতকাল রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দীন সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের হাতে টেলিভিশন তুলে দেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।
এ সময় ফেয়ার গ্রুপের হেড অব কমিউনিকেশন হাসনাইন খুরশীদ, গভর্নমেন্ট রিলেশন অফিসার মারুফ মেহেদী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশুকাতে রাব্বি, প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিনসহ প্রিন্ট এবং ইলেকট্রনিকস মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
ফেয়ার গ্রুপের হাসনাইন খুরশীদ জানান, ফেয়ার গ্রুপ ও নাবিহা রাইসা ফাউন্ডেশনের সহায়তা এবং অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদারের উদ্যোগে ১০ বীর মুক্তিযোদ্ধাকে টেলিভিশন উপহার দেওয়া হয়েছে।