যশোর প্রতিনিধি
যশোরের বিভিন্ন উপজেলার ৮৮ গির্জায় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদ্যাপন করা হয়েছে। দিনটি উদ্যাপন উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
যশোরে খ্রিষ্টান অ্যাসোসিয়েশন জানায়, দিনটি সারা পৃথিবীর খ্রিষ্ট বিশ্বাসীদের জন্য অত্যন্ত আনন্দের এবং তাৎপর্যপূর্ণ। সারা বিশ্বের মতো বাংলাদেশেও যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় দিনটি উদ্যাপন করা হয়।খ্রিষ্টান ধর্মাবলম্বীরা বিশ্বাস, সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে পৃথিবীতে যিশুর আগমন ঘটেছিল।