বাগেরহাটের মোল্লাহাটে নবদম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার চর-গাড়ফা গ্রামে ওই দম্পতির শোয়ার ঘর থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত জনি (২২) উপজেলার চর-গাড়ফা গ্রামের কালাম শেখের ছেলে এবং তাঁর স্ত্রী নাহিদা আক্তার (১৮) একই উপজেলার শারুলিয়া গ্রামের হাফিজুর রহমানে মেয়ে। দুই মাস আগে ওই দম্পতি ভালোবাসে বিয়ে করে। ওই দম্পতির মৃত্যুর বিষয়ে তাঁদের পরিবার কিছু জানাতে পারেনি।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ জানান, প্রতিবেশী রাশিদা বেগম ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া দেখেন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক তদন্তে আত্মহত্যা তাঁরা করেছেন বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে পরিবারের পক্ষে থেকে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।