Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

আনসার নিয়োগে অনিয়মের অভিযোগ

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

আনসার নিয়োগে অনিয়মের অভিযোগ

যশোরের ঝিকরগাছায় শারদীয় দুর্গোৎসবের পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার সদস্যদের নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রশিক্ষণপ্রাপ্ত আনসারদের নিয়োগ দেওয়ার নিয়ম থাকলেও টাকার বিনিময়ে নতুনদের নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

উপজেলার শ্রীরামপুর ঘোষপাড়া সার্বজনীন পূজামণ্ডপে দায়িত্বরত সাগরিকা খাতুন বলেন, ‘আমার আনসার ভিডিপির প্রশিক্ষণ নেই। আগেও কোনো দিন কোথাও দায়িত্ব পালন করিনি। এবার রমজান আলীকে ১ হাজার টাকা দিয়ে দায়িত্ব পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘রমজান আলী আমাদের বলেছেন ৬ দিনে ৪ হাজার টাকা পাওয়া যাবে। এ কারণে আমার এলাকার আরও ৬ জন তাঁকে ৬ হাজার টাকা দিয়েছে।’

ঝিকরগাছা বারোয়ারি পূজামন্দিরে দায়িত্বরত শিমুল হোসেন বলেন, গদখালী ইউনিয়নের সহকারী কমান্ডার ইদ্রিস আলীকে ৩০০ টাকা দিয়ে দায়িত্ব পেয়েছি। তবে প্রশিক্ষণ না থাকায় এর আগে কখনো কোথাও আনসারের দায়িত্ব পালন করিনি। মিস্ত্রিপাড়া পূজামণ্ডপে দায়িত্বপ্রাপ্ত ইব্রাহীম হোসেন বলেন, দায়িত্ব পেতে পানিসারা ইউনিয়ন আনসার ভিডিপির দলনেত্রী রেশমাকে ৩০০ টাকা দিয়েছি।

ঝিকরগাছা থানা আনসার ভিডিপি কোম্পানি কমান্ডার রমজান আলী বলেন, ‘আমি কারও কাছ থেকে কোনো টাকা নিইনি। এক নারী এ বিষয়ে টাকা নিয়েছিল। তবে ইতিমধ্যে তা ফেরত দিয়েছে।’

উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফিরোজা খাতুন বলেন, ‘এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

যশোর জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্ট সঞ্জয় কুমার সাহা বলেন, আনসার দায়িত্ব বণ্টনে টাকাপয়সার লেনদেন না করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এরপরও যদি কেউ নিয়ে থাকে তাহলে তাঁদের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নিতে সুবিধা হতো। তবে এর আগে ঝিকরগাছায় কয়েকজনের বিরুদ্ধে লেনদেনের অভিযোগ পেয়েছেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, ঝিকরগাছা উপজেলায় এ বছর ৫৭টি পূজামণ্ডপের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ২১টিতে ৮ জন করে, গুরুত্বপূর্ণে ৬ জন করে ও সাধারণ ক্যাটাগরির ২২টিতে ৪ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। 

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ