Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

প্রশ্নব্যাংক কীভাবে সমাধান করতে হবে

সামিহা সারা

প্রশ্নব্যাংক কীভাবে সমাধান করতে হবে

বিভিন্ন ভর্তি পরীক্ষায় প্রশ্ন ব্যাংক সমাধান গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে ধারণা পেতে এবং নিজেকে দক্ষ প্রতিযোগী হিসেবে গড়ে তুলতে প্রশ্নব্যাংক সমাধান করা যেমন জরুরি তেমনি প্রশ্নব্যাংক কার্যকরভাবে সমাধান করা আরও জরুরি। প্রশ্নব্যাংক সমাধান করা মানে প্রশ্ন দেখলাম আর উত্তরটা জানলাম—বিষয়টি মোটেও তেমন না। কিছু পদ্ধতি অবলম্বন করলে প্রশ্নব্যাংক সমাধান হবে কার্যকর ও ফলপ্রসূ। সুন্দর কিছু কলাকৌশল অনুসরণই পারে  প্রতিযোগিতাকে কিছুটা সহজ ও সাবলীল করতে। তাই স্মার্টলি প্রশ্নব্যাংক সমাধান করতে হবে। তাই জেনে নেওয়া যাক এ বিষয়ে কিছু অসাধারণ কৌশল–

মেডিকেল বা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্নব্যাংক সমাধান করার প্রয়োজন পরে। তাই প্রশ্নব্যাংক সমাধানটি অবশ্যই হতে হবে কার্যকর।  

একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করা যাক। যেমন– ধরা যাক প্রশ্নটি এমন যে কোষের ট্রাফিক পুলিশ বলা হয় কাকে? এই প্রশ্নটিতে অবশ্যই চারটি অপশন থাকবে। চারটি অপশন সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে। ধরলাম অপশনটিতে রাইবোজোম, গলগি বডি, লাইসোজোম ও মাইটোকন্ড্রিয়া রয়েছে।

সঠিক উত্তরটি যেহেতু গল্পে বডি তাই সবাই ‘গলগি বডি’ উত্তরটি পড়ে পরের প্রশ্ন চলে যাবে। কিন্তু প্রশ্ন সমাধানের নিয়মটি কিন্তু তা নয়। বাকি যে অপশনগুলো রয়েছে তার সম্পর্কেও আপনি দেখতে পারেন যে কতটুকু আপনি জানেন বা আদৌ আপনার বাকি অপশনগুলোর সঙ্গে পরিচয় রয়েছে কিনা।

এবার দেখুন একটি অপশনে বলা আছে রাইবোজোম। যদি রাইবজোম সম্পর্কে জানেন তাহলে এটিও জানবেন যে রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। এবং সঙ্গে সঙ্গে আপনার মাথায় আরও কিছু ইনফরমেশন ঘুরপাক খাবে। আরেকটি অপশনে রয়েছে লাইসোজোম, লাইসোজোমকেও নিশ্চয়ই কোনো না কোনো নামে আখ্যায়িত করা হয়েছে? সেটি হলে আত্মঘাতী থলিকা বা suicidal bag or squad বলা হয়। এটিও দেখলেন যে আপনি জানেন।

পরের অপশনটি রয়েছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়। এবার লক্ষ করুন আপনার প্রশ্ন ছিল একটি আর আপনার সমাধান করে ফেললেন চারটি প্রশ্নের উত্তর কিংবা তারও বেশি। এভাবে সবগুলো প্রশ্ন সমাধান করলে দেখা যাবে আপনি অনেক ইনফরমেশন জেনে যাচ্ছেন কিংবা না জানলেও সেটা বই থেকে দেখে জেনে নিতে পারছেন। এভাবে প্রতিটি বিষয়ে প্রতিটি অধ্যায়ের প্রশ্ন সমাধান করলে আশানুরূপ ফলাফল আসবেই।

সব বিষয়ের ক্ষেত্রে এই কৌশলটি একই। পদার্থবিজ্ঞান বা রসায়নেও কোনো একক, মাত্রা, কিংবা প্রকারভেদ প্রশ্নে বলা থাকলেও ঠিক একইভাবে সমাধান করা যেতে পারে। এভাবে প্রশ্ন-উত্তর সমাধান করতে পারলে এবং অপশনের পাশে ছোট করে সেই ইনফরমেশন লিখে রাখলেও দেখা যায়, রিভিশনে অনেক সময় বেঁচে যায়। তাই এই কৌশলটি হতে পারে আপনার স্বপ্ন পূরণের সহায়ক।

গ্রন্থনা: সামিহা সারা

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ