রাঙামাটির বাঘাইছড়িতে দুর্গাপূজা উদ্যাপনে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক প্রস্তুতিসভার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। গতকাল রোববার দুপুরে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ প্রস্তুতিসভার আয়োজন করা হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল কাইয়ুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর মেয়র জাফর আলী খান, মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন খান, বাঘাইছড়ি প্রেস ক্লাবের সভাপতি দিলীপ কুমার দাশ প্রমুখ।
উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সকলের সচেতনতা জরুরি। বাঘাইছড়ি উপজেলার পাঁচটি পূজা মণ্ডপে যাতে শান্তিপূর্ণভাবে পূজা উদ্যাপন হয় সে দায়িত্ব সবার। ধর্ম মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুসরণ করে আজান ও নামাজের সময়টা মাথায় রেখে এই উৎসব উদ্যাপনের কথা বলেন তিনি।