গুটি গুটি পায়ে শীত আসছে। শীতের কাপড় কেনার তোড়জোড়ও শুরু হয়েছে বেশ। এ সময় ফ্যাশনসচেতন মানুষ শীতকে পোষ মানিয়েই সন্তুষ্ট নন; নিজের ব্যক্তিত্বের সঙ্গে মানানসই এবং স্থান উপযোগী শীতের পোশাক কিনতে ভালোবাসেন। পাশাপাশি দামটাও যেন সাধ্যের মধ্যে থাকে, সেদিকেও থাকে সচেতন নজর। তাই ফ্যাশন হাউসগুলোও এসব বিবেচনায় রেখে ক্রেতাদের জন্য শীতের নতুন পোশাক নিয়ে এসেছে। শীতপোশাকের নতুনত্ব নিয়ে লিখেছেন সানজিদা সামরিন।
সাশ্রয়ী ট্রেন্ডি জ্যাকেট
চলতি সময়ে নারী-পুরুষ উভয়ই শীতের অনুষঙ্গ হিসেবে জ্যাকেট বেছে নিচ্ছেন। লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড ফিওনা এই শীতে তাদের উইন্টার ফেস্ট কালেকশনে নানা ধরনের জ্যাকেট এনেছে। উষ্ণ ও আরামদায়ক ফেব্রিকস এবং ট্রেন্ডি ডিজাইনের জ্যাকেটগুলো ডেনিম কিংবা
গ্যাবার্ডিন প্যান্ট অথবা ট্রাউজারের সঙ্গে দারুণ মানিয়ে যায়।
দরদাম
ফিওনার এসব ট্রেন্ডি জ্যাকেটের দাম ৯৯৯ থেকে ১ হাজার ৭০০ টাকার মধ্য়ে। এ ছাড়া শীতজুড়ে বিভিন্ন সময়ে ফিওনার শীতের পোশাকের ওপর ছাড় দেওয়া হয়।
যাঁরা খেলাধুলা করতে ভালোবাসেন বা স্পোর্টি পোশাক পছন্দ করেন, তাঁদের জন্য স্পোর্টি জ্যাকেট এনেছে সারা লাইফস্টাইল। ট্রেন্ডি ডিজাইনের নতুন এ পোশাক পাওয়া যাবে সাশ্রয়ী মূল্যে। হালকা ও ভারী ডিজাইনের জ্যাকেট নিয়ে প্রতিষ্ঠানটি সাজিয়েছে এ কালেকশন।
সারা লাইফস্টাইলের শীতকালীন পোশাকের এ সংগ্রহে আরও আছে বাহারি ডিজাইনের জ্যাকেট, ফুল স্লিভ টি-শার্ট, ডেনিম জ্যাকেট, ফুল স্লিভ ডেনিম শার্ট, শর্ট স্লিভ ডেনিম শার্ট, ডেনিম শাল। নারীদের জন্য রয়েছে বাহারি ডিজাইনের জ্যাকেট, ডেনিম জ্যাকেট, ডেনিম টপস ও কুর্তি।
টাফেটা, টুইল, ডেনিম ও টেনসিল ডেনিম কাপড়ের তৈরি এ শীতের পোশাকগুলো স্টাইলিশ। পাশাপাশি এসব পোশাক যাতে স্বাচ্ছন্দ্যে দীর্ঘক্ষণ পরে থাকা যায়, সেদিকেও খেয়াল রাখা হয়েছে। রঙের ভিন্নতায় এসব জ্যাকেট ও শীতের পোশাক নারী, পুরুষ ও শিশুদের জন্য তৈরি করা হয়েছে।
দরদাম
স্পোর্টি কালেকশনের পোশাকের দাম পড়বে ৮০০ থেকে ২ হাজার টাকার মধ্যে।
ঘুরে বেড়ানোর জন্য দারুণ সময় শীতকাল। তবে ঘুরতে যাওয়ার জন্য চাই এমন শীতপোশাক জুতসই, যা শরীর উষ্ণ রাখবে এবং ছোটাছুটিতে ঝামেলা করবে না। পাশাপাশি লাগেজও ভারী হবে না।
ঘুরতে যাওয়ার আগে অনেকেই বুঝে উঠতে পারেন না কোন পোশাক পরবেন আর কোনটা নয়! সারা দিন ঘুরে বেড়ানো, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য বেশি ভারী নয়, কিন্তু ফ্যাশনেবল এমন পোশাক সঙ্গে নিন। তরুণদের শীত ভ্রমণের কথা বিবেচনায় রেখে কে ক্রাফট সাবব্র্যান্ড ইয়াংকে এনেছে হালকা শীতে পরার মতো মেয়েদের ট্রেন্ডি টপস, টিউনিক, কুর্তি, কাফতান, পঞ্চ, পাতলা কাপড়ের হুডি জ্যাকেট। এ ছাড়া ছেলেদের জন্য আছে ডেনিম শার্ট, ফুল স্লিভের স্মার্ট ক্যাজুয়াল শার্ট, পাতলা কাপড়ের হুডি জ্যাকেট, পোলো শার্ট, টি-শার্ট, শার্ট, স্টাইলিশ স্কার্ফ ও মাফলার। শুধু পোশাকই নয়, ভ্রমণের উপযোগী হালকা ওজনের ব্যাগ ও ব্যাকপ্যাকও পাওয়া যাচ্ছে ইয়াংকেতে।
দরদাম
এসব শীতের পোশাক ৬০০ থেকে ২ হাজার ৫০০ টাকার মধ্যে কেনা যাবে।