হোম > ছাপা সংস্করণ

বিএনপি নেতা মামুনকে পল্টনে ছুরিকাঘাত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর পল্টনে ছুরিকাঘাতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব মামুন মাহমুদ (৫৫) আহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ।

মামুন মাহমুদ সোনারগাঁও ফজলুল হক মহিলা ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক। তাঁর বাসা সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর এলাকায়।

হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামুন মাহমুদের বুকের ডান পাশে, রানে, পেটের নিচেসহ শরীরে বেশ কিছু জায়গায় ছুরিকাঘাত রয়েছে। জরুরি বিভাগে তাঁর চিকিৎসা চলছে।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মনিরুল ইসলাম রবি জানান, দুপুরের পর মামুন মাহমুদ পল্টনে নারায়ণগঞ্জ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম পান্নার অফিসে আসেন ইফতার পার্টিতে। ইফতার শেষে নামাজের জন্য বের হলে পল্টনে কস্তুরী হোটেলের সামনে ৩-৪ জন এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পালিয়ে যাওয়ার সময় মামুন মাহমুদের সঙ্গে থাকা অন্যরা একজনকে ধাওয়া করে আটক করে। পরে তাঁকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

মনিরুল ইসলাম রবি অভিযোগ করেন, ছিনতাইয়ের উদ্দেশ্যে এই ঘটনা ঘটায়নি। পরিকল্পিতভাবে কেউ তাদের দিয়ে এ ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে পল্টন থানার ওসি মো. সালাউদ্দীন মিয়া আ জানান, কস্তুরী হোটেলের গলিতে একটা ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনার সময় জুয়েল নামের একজনকে স্থানীয়রা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। বিষয়টি ছিনতাই, নাকি অন্য ঘটনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। 

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন