হোম > ছাপা সংস্করণ

উদ্ধারের ২ ঘণ্টা পরই নীলগাইয়ের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী মিনাপুর গ্রামে একটি ধূসর রঙের নীলগাই গুরুতর আহত অবস্থায় আটক করেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু এর ২ ঘণ্টা পরই বিলুপ্তপ্রায় প্রজাতির এই নীলগাইটি মারা গেছে।

গত শুক্রবার বিকেলে হরিপুর সদর ইউনিয়নের মিনাপুর এলাকায় পথচারীরা নীলগাইটি দেখতে পান। পরে তাঁরা এটিকে আটক করেন। খবর পেয়ে স্থানীয় পুলিশ ও বিজিবি সদস্যরা সেখানে উপস্থিত হন। পরে বিজিবি সদস্যরা নীলগাইটি নিজেদের হেফাজতে নেন।

আহত নীলগাইটিকে সুস্থ করে তুলতে বিজিবি ক্যাম্পে ছুটে যান হরিপুর প্রাণিসম্পদ বিভাগের টেকনিশিয়ান (এআই) আব্দুল জলিল। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাণীটির পুরো শরীরে মারাত্মক জখম হয়েছে। পেছনের বাম পায়ের খুরের একটি অংশ ছুটে পড়ে গেছে। সামনের ডান পা ও নাকের চামড়া ছিঁড়ে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণে নিস্তেজ হয়ে প্রাণীটি মারা গেছে।’ প্রাণীটিকে হত্যার উদ্দেশ্যেই আঘাত করা হয়েছে কি না জানতে চাইলে আব্দুল জলিল বলেন, ‘ভারত সীমান্ত পাড়ি দেওয়ার সময় প্রাণীটির শরীরে সীমান্তের তারকাঁটার আঘাত লাগে। এ কারণে শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। এতে নীলগাইটির মৃত্যু হতে পারে।’

ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম মোস্তাফিজুর রহমান বলেন, ‘হরিপুরের পার্শ্ববর্তী দিনাজপুর ৪২ বিজিবির বিওপি ক্যাম্পের সদস্যরা নীলগাইটি উদ্ধার করে তাঁদের ক্যাম্পে নিয়ে যায় বলে শুনেছি।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন