নওগাঁ প্রতিনিধি
নওগাঁর পোরশায় কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি), মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ও স্বাস্থ্য পরিদর্শকদের করোনা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ শুরু করা হয়েছে।
গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদের আয়োজনে ও স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে দুদিন ব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে এই কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।