‘নতুন স্বাদের খোঁজ’ কে না চায়। নতুনের কেতন উড়িয়ে এবার ভাগ্যের শিকে ছিঁড়েছে বেশ কয়েকজন কোচের। প্রথমবারের মতো লিগ শিরোপা উঠতে যাচ্ছে তাঁদের হাতে। চলতি মৌসুম প্রায় শেষের দিকে। লিগ শিরোপা তো বটেই, ইউরোপের ক্লাব শ্রেষ্ঠত্বের তিন প্রতিযোগিতা চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা ও কনফারেন্স লিগও প্রায় শেষের হাততালির অপেক্ষায়। তবে শীর্ষ পাঁচটির মধ্যে এখন পর্যন্ত ২০২২-২৩ মৌসুমের শিরোপা নিশ্চিত হয়েছে কেবল সিরি আ লিগে। পাঁচ ম্যাচ হাতে রেখে ৩৩ বছর পর স্কুদেত্তো জিতেছে নাপোলি।
সেই সঙ্গে অপেক্ষার ইতি হয়েছে লুসিয়ানো স্পালেত্তিরও। তিন দশকের কোচিং ক্যারিয়ারে প্রথম কোনো লিগ জিতলেন ৬৪ বছর বয়সী ইতালিয়ান। সবচেয়ে বেশি বয়সী হিসেবে ইতালিয়ান ফুটবলের শীর্ষ লিগ জিতলেন নাপোলি কোচ। কেবল স্পালেত্তি নন, ২০২২-২৩ মৌসুমে প্রথম লিগ জিততে পারেন বেশ কয়েকজন কোচ। তেমনি কাছে গিয়েও ভাঙতে পারে বেশ কয়েকজনের স্বপ্ন।
মিকেল আর্তেতার কথাই ধরুন। খেলোয়াড় হিসেবে না পারলেও কোচ হিসেবে আর্সেনালকে ২০ বছর পর প্রিমিয়ার লিগ জেতানোর স্বপ্ন দেখাচ্ছিলেন আর্সেন ওয়েঙ্গারের শিষ্য। অবশ্য সেই স্বপ্ন এখনো ফিকে হয়ে যায়নি। দীর্ঘদিন টেবিলের শীর্ষে থাকলেও শেষদিকে এসে টানা চার হোঁচটে গানাররা লিগের লাগাম তুলে দিয়েছে গত দুইবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির হাতে। ২০০৩ সালের পর প্রথম লিগ জিততে আর্সেনালকে বাকি তিন ম্যাচ জয়ের পাশাপাশি কামনা করতে হবে সিটিজেনদের দুই হার।
আর্তেতার স্বপ্ন ধূসর হতে বসলেও কোচ হিসেবে ক্যাম্প ন্যুয়ে ফেরার দ্বিতীয় মৌসুমেই লা লিগা জয়ের খুব কাছাকাছি আরেক স্প্যানিশ জাভি হার্নান্দেজ। খেলোয়াড় হিসেবে বার্সেলোনার হয়ে আটবার লিগ জিতেছেন তিনি। চ্যাম্পিয়নস লিগে আরেকবার ব্যর্থ হলেও লা লিগা অবশ্য প্রায় হাতের মুঠোয় পুরে ফেলেছেন ৪৩ বছর বয়সী সাবেক মিডফিল্ডার। বাকি পাঁচ ম্যাচের মধ্যে শুধু তিন পয়েন্ট পেলেই চার বছর পর লিগ জিতবে বার্সা। দুইয়ে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে আপাতত তারা ১৩ পয়েন্টে এগিয়ে।
শীর্ষ লিগের মধ্যে এখনো ইঁদুর-বিড়াল দৌড় চলছে শুধু বুন্দেসলিগায়। তিনটি করে ম্যাচ বাকি থাকলেও শিরোপা বায়ার্ন মিউনিখ নাকি বরুসিয়া ডর্টমুন্ডের ঘরে যাবে, সেটি এখনো অনিশ্চিত। দুই দলের পয়েন্ট ব্যবধান মাত্র ১। তবে যে-ই জিতুক না কেন, নতুন শিরোপাজয়ী কোচ পাচ্ছে জার্মান ফুটবল। ৬৪ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা ডর্টমুন্ডকে ১২ বছর পর লিগ জয়ের স্বপ্ন দেখাচ্ছেন এডিন টারজিচ। গত বছর দলটির দায়িত্ব নেন তিনি। প্রধান কোচ হিসেবে এই মৌসুমে ডাগআউটে দাঁড়ানোর অভিজ্ঞতা হয়েছে জার্মান কোচের। এর আগে ডর্টমুন্ডের সহকারী ও অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করলেও লিগ জেতা হয়নি তাঁর।
সাফল্যের বিচারে অবশ্য টারজিচ থেকে বেশ এগিয়ে টমাস টুখেল। কিন্তু মৌসুমের মাঝপথে অ্যালিয়েঞ্জ অ্যারেনায় এসে সেভাবে সাফল্য পাচ্ছেন না। এর আগে অবশ্য পিএসজির হয়ে দুটি করে লিগ ও সুপার কাপ জিতেছেন তিনি। এমনকি চেলসিকে চ্যাম্পিয়নস লিগও এনে দিয়েছেন। তবে দুই বছর ডর্টমুন্ডে থাকলেও বুন্দেসলিগা জেতা হয়নি। অবশ্য অনূর্ধ্ব-১৯ দলের সাফল্যকে ধরলে সেই কথা খাটে না। মেইঞ্জ ও স্টুটগার্ট যুব দলের হয়ে বুন্দেসলিগা জিতেছেন তিনি। এবার বায়ার্নে নিজের প্রথম মৌসুমেই জার্মান ফুটবলের সর্বোচ্চ শিরোপা ছোঁয়ার হাতছানি জার্মান কোচের সামনে।
ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা ধরে রাখতে বাকি চার ম্যাচে ৭ পয়েন্ট পেলেই চলবে পিএসজির। নিজের প্রথম মৌসুমেই প্যারিসিয়ানদের হয়ে ফরাসি ফুটবলের সৌরভ মাখার সামনে ক্রিস্তফ গালতিয়ের। খেলোয়াড় হিসেবে না পারলেও পিএসজির তিন বছরের আধিপত্য ভেঙে ২০২১ সালে লিলের হয়ে প্রথম লিগ জেতেন ফরাসি কোচ।
এ ছাড়া লিগ জেতার দৌড়ে না থাকলেও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে নিজের প্রথম মৌসুমেই কারাবো কাপ জিতেছেন কোচ এরিক টেন হাগ। তবে তাদের নগর প্রতিদ্বন্দ্বী সিটির কোচ পেপ গার্দিওলা স্বপ্ন দেখছেন সিটিজনদের হয়ে প্রথম চ্যাম্পিয়নস লিগ জেতার। একই স্বপ্ন দেখছেন মিলানের দুই নগর প্রতিদ্বন্দ্বী দলের কোচ স্তেফানো পিওলি ও সিমোনে ইনজাঘি।