হোম > ছাপা সংস্করণ

ক‌রোনা নি‌য়ে নতুন ক‌রে অস্বস্তি

খান রফিক, বরিশাল

করোনা নিয়ে নতুন করে অস্বস্তি দেখা দিয়েছে বরিশালে। নতুন করে করোনা রোগী শনাক্ত বাড়তে থাকায় নগরসহ গোটা বরিশালের জনমনে নানা শঙ্কা দেখা দিয়েছে।

এক সপ্তাহ ধরে সংক্রমণের হার বাড়ছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। তবে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা কিংবা করোনা পরীক্ষার আগ্রহ নেই। স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে জুম বৈঠকে ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্টের বিষয়ে দিকনির্দেশনা আসতে পারে বলে জানা গেছে।

শেবাচিম হাসপাতালের তথ্য প্রদানকারী জাকারিয়া খান স্বপন বলেন, ১৮ জুন থেকে একজন রোগী করোনা আক্রান্ত হয়ে ভর্তি আছেন। হাসপাতালের তথ্যমতে, ১৯ জুন পরীক্ষায় ১৬ জনের মধ্যে ১ জন, ২০ জুন ২০ জনের মধ্যে ৪ এবং ২১ জুন ১৬ জনের মধ্যে ৩ জনের করোনা শনাক্ত হয়। সবশেষ ১০ এপ্রিল শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে শূন্য রোগী ছিল।

তিনি বলেন, পরীক্ষা করতে আসছেন কম। কিন্তু শনাক্তের হার বেশি। এটা নিয়ে তৎপরতাও নেই স্বাস্থ্য বিভাগের।

গতকাল বুধবার সকালে শেবাচিম হাসপাতালের টিকিট কাউন্টারে দেখা গেছে রোগীর দীর্ঘ লাইন। গা ঘেঁষাঘেষি করে দাঁড়িয়ে আছেন মানুষ। অধিকাংশের নেই মাস্ক। এ নিয়ে মাথাব্যথা নেই কারোর।

চিকিৎসা নিতে সদর উপজেলার কনকাঠী থেকে আল আমিন ও তাঁর স্ত্রী আসমা আক্তার জানান, মাস্কের কথা এখন তো আর কেউ বলে না।

বেলা ১১টার দিকে নগরের পোর্ট রোড মৎস্য মোকাম ঘুরে দেখা গেছে ক্রেতা আর বিক্রেতায় ঠাসা। সেখানেও স্বাস্থ্যবিধির উপেক্ষিত।

দুপুরে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, লোকাল এবং দূরপাল্লার বাসে যাত্রীরা করোনার কথা ভাবছেনই না। কথা হয় বানারীপাড়া রুটের যাত্রী স্কুলশিক্ষক আ. রহমানের সঙ্গে। তিনি বলেন, করোনার সংক্রমণ বাড়ছে, কিন্তু কেউ তো তা মানছে না। এ জন্য অস্বস্তি আর আতঙ্ক রয়েই যাচ্ছে বলে জানান তিনি।

করোনায় কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন মৈত্রী ভলান্টিয়ার্সের বরিশালের সমন্বয়ক কাজী এনায়েত হোসেন শিবলু বলেন, জনগণ কেন সচেতন হবে, যদি স্বাস্থ্য বিভাগ কোনো নির্দেশনা না দেয়। নগরবাসীকে কি প্রশাসন এ বিষয়ে সচেতন করছে। তিনি আক্ষেপ করে বলেন, করোনার ভয়াবহতার কথা মানুষ ভুলে গেছে। আক্রান্ত হলে বুঝবে কত কষ্টের। তাই দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার।

এ ব্যাপারে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হুমায়ন শাহিন খান বলেন, করোনা শনাক্ত অনেক দিন শূন্য ছিল। ডিসেম্বর থেকে জুনের ১০ তারিখ পর্যন্ত বরিশাল বিভাগে কোনো আক্রান্ত রোগী ছিল না। তবে গত এক সপ্তাহে ২ জন, ৩ জন করে শনাক্ত হচ্ছে।

মঙ্গলবার বিভাগে ৬ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে বরিশালে ৩ জন, বরগুনার তাপবিদ্যুৎকেন্দ্রে ১ জন আক্রান্ত রয়েছেন। তাদের ধারণা ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট হতে পারে এটি। নগরে করোনা নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগের কোনো ধরনের স্বাস্থ্যবিধি না থাকা প্রসঙ্গে জানান, বুধবার স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে জুম কনফারেন্সের পর স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা আসতে পারে। এখনই সতর্ক হয়ে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানান তিনি।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন