সারা দেশের মতো নাটোর, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত:
নাটোর: সকালে জেলা কালেক্টরেট ভবনের সামনে সাংসদ অধ্যাপক আব্দুল কুদ্দুস ও জেলা প্রশাসক শামীম আহমেদ জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির উদ্বোধন ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান প্রমুখ।
লালপুর: সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানার সভাপতিত্ব আলোচনা সভায় বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলাম চৌধুরী, শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী, একাডেমিক সুপারভাইজার সা’দ আহমাদ শিবলী প্রমুখ। এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সিংড়া: বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা শেষে পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান। এর আগে ছাত্রলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগ নেতারা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ভিপি সজিব ইসলাম জুয়েল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ সাজু, কলেজ ছাত্রলীগের সভাপতি দিপ্ত জ্যোতি ঘোষ, সাধারণ সম্পাদক সোহেল রানা মিতুল, মাসুম আলী, উম্মে আমারা ইসলাম সুখী প্রমুখ।
চাটমোহর: সকালে উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈকত ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ, সিনিয়র মৎস্য কর্মকর্তা আয়শা খাতুন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী, আনসার-ভিডিপির কর্মকর্তা শহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মগরেব আলী, শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, থানার ওসি (তদন্ত) হাসান বাসীর প্রমুখ।
গোমস্তাপুর: দিবসটি উপলক্ষে সকালে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে রহনপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন। বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম, ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান প্রমুখ।
নওগাঁ: সকালে দিবসটি উপলক্ষে শহরের সরিষাহাটির মোড়ে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, সহসভাপতি আব্দুল খালেক, রফিকুল ইসলাম রফিক ও শাকিল আহমেদ বাদল, যুগ্ম-সাধারণ সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, বিভাষ মজুমদার গোপাল ও মেহেদী হাসান নয়ন, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম তোতা, ইলিয়াস তুহিন রেজা ও হাসানুল আল মামুন প্রমুখ।
নিয়ামতপুর: বেলা ১১ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আলোচনা সভার আয়োজন করে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুন্জুরুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম। উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের সদস্য আবেদ হোসেন মিলন প্রমুখ।