গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি পাঙাশ মাছ। গতকাল মঙ্গলবার ভোর ৫টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের কাছে স্থানীয় জেলে আ. সালাম প্রামাণিকের জালে মাছটি ধরা পড়ে। মাছটি ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
জেলে আ. সালাম প্রামাণিক মাছটি বিক্রির জন্য সকাল ৮টার দিকে দৌলতদিয়া বাজারের রওশনের আড়তে নিয়ে আসেন। সেখান থেকে শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাহজাহান শেখ নিলামে মাছটি ১ হাজার ২৫০ টাকা কেজি দরে ২৫ হাজার টাকায় কিনে নেন।
মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, মাছটি আড়ত থেকে কিনে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ২৬ হাজার টাকায় বিক্রি করেন।
জেলে আ. সালাম প্রামাণিক বলেন, তাঁরা মঙ্গলবার ভোরে মাছ ধরতে নদীতে যান। ভোর ৫টার দিকে জাল তুলতেই দেখেন বড় এই মাছটি আটকা পড়েছে। অনেক দিন পর অনেক বড় একটি মাছ পেয়ে অনেক ভালো লাগছে। মাছটির ভালো দামও পেয়েছেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, মিঠা পানির এমন সুস্বাদু এত বড় মাছ নদীতে এখন কমই দেখা যায়। এ ধরনের মাছ সাধারণত ফ্যাসন, দশন, কৌনা, কচাল ও চাকাওয়ালা ঘাইলা বেড় জালে ধরা পড়ে।