হোম > ছাপা সংস্করণ

২০ কমিউনিটি ক্লিনিকে করোনার টিকাদান

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ৬টি ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকে করোনাভাইরাস প্রতিরোধে অক্সফোর্ড (অ্যাস্ট্রাজেনেকা) প্রথম ডোজের টিকা দেওয়া শুরু হয়েছে। কমিউনিটি ক্লিনিক পর্যায়ে বিশেষ টিকাদান কার্যক্রমের অংশ হিসেবে গতকাল বুধবার ক্লিনিকগুলোতে এ কার্যক্রম পরিচালিত হয়। আজ বৃহস্পতিবারও টিকাদান কার্যক্রম পরিচালিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

গতকাল বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার ২০ কমিউনিটি ক্লিনিকে ১০ হাজার মানুষের প্রথম ডোজের করোনার টিকা দেওয়া হয়। এদিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল আমিন প্রতিটি টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গতকাল বুধবার ভেড়ামারার ৬ ইউনিয়নের ২০টি কমিউনিটি ক্লিনিকে মোট ১০ হাজার মানুষকে অক্সফোর্ড (অ্যাস্ট্রাজেনেকা) প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে। প্রতিটি কমিউনিটি ক্লিনিকে বিভিন্ন বয়সী পাঁচ শ জন নারী-পুরুষের টিকা দেওয়া হয়েছে। টিকা গ্রহীতাদের অত্যধিক ভিড় থাকায় শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে দায়িত্ব পালন করতে হিমশিম খেতে হয়। তবে সুশৃঙ্খলভাবে টিকাদান সম্পন্ন হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল আমিন বলেন, সকাল থেকেই নারী-পুরুষ টিকা কার্ড ও জাতীয় পরিচয়পত্র নিয়ে কমিউনিটি ক্লিনিকের টিকাদান কেন্দ্রে উপস্থিত হন। সাধারণ মানুষের মাঝে টিকা গ্রহণে সচেতনতা ও আগ্রহ প্রতিনিয়ত বাড়ছে। সে কারণেই টিকাদান কেন্দ্রে মানুষের উপচেপড়া ভিড় লক্ষ করা যাচ্ছে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন