নাটোরের গুরুদাসপুরে সিলগালা করা প্রিন্সিপাল আব্দুল বারী মেমোরিয়াল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার চালু করার অভিযোগ উঠেছে। নিবন্ধন না থাকার অভিযোগে বন্ধ করা চিকিৎসাকেন্দ্রটি ১১ দিনের মধ্যে চালু করার অভিযোগ উঠেছে।
জানা গেছে, উপজেলার ধারাবারিষার ইউনিয়নের নয়াবাজার মোড়ের ওই ডায়াগনস্টিক সেন্টারটির নিবন্ধন নেই। গত ২৯ মে গুরুদাসপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুজাহিদুল ইসলাম ওই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালান এবং চিকিৎসাকেন্দ্রটি সিলগালা করে দেন।
গতকাল বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, প্রিন্সিপাল আব্দুল বারী মেমোরিয়াল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পুনরায় চালু করা করেছে। পরে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুজাহিদুল ইসলাম। তিনি বলেন, ওই ডায়াগনস্টিক সেন্টারটি বন্ধ করে দেওয়া হয়। সেটি পুনরায় চালু করা হয়েছিল। খবর পেয়ে এসে চিকিৎসাকেন্দ্রটি পুনরায় সিলগালা করে দেওয়া হয়েছে। বিষয়টি তিনি জেলা সিভিল সার্জন কর্মকর্তার সঙ্গে আলোচনা করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে প্রিন্সিপাল আব্দুল বারী মেমোরিয়াল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক মো. মাসুদ রানা বলেন, চিকিৎসক জাহিদুল বারি গুরুদাসপুরের একটি ক্লিনিকে অপারেশন থিয়েটারে ব্যস্ত আছেন। হাসপাতাল পুনরায় চালুর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তাঁদের হাসপাতাল খুলে রাখতে বলা হয়েছিল। আবার এখন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নির্দেশে তা বন্ধ করে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে নাটোরের সিভিল সার্জন রোজিয়ারা খাতুন আজকের পত্রিকাকে বলেন, অন্যায় করার জন্য প্রিন্সিপাল আব্দুল বারী মেমোরিয়াল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।