
মির্জাপুরে মাদকসেবনের অপরাধে প্রত্যয় বাকালী (৩৫) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন এই দণ্ড দেন।
প্রত্যয় বাকালী উপজেলার গোড়াই ইউনিয়নের কদিম দেওহাটা গ্রামের বাসিন্দা।
পারিবারিক সূত্র জানায়, দুই সন্তানের বাবা দিনমজুর প্রত্যয় বাকালী মাদকাসক্ত হয়ে পড়েন। নেশার টাকার জন্য তিনি স্ত্রী ও সন্তানদের মারধর করতেন। এ ছাড়া টাকা জোগাড় করতে তিনি বিভিন্ন অপরাধেও জড়িত বলে জানা গেছে।
অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক গতকাল বুধবার সকালে নিজ বাড়িতে তাঁকে মাদকসেবন অবস্থায় আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এদিকে তাঁকে সাজা দেওয়ায় স্ত্রী ও তাঁর বাবা-মা স্বস্তি প্রকাশ করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে।