Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

সংস্কার নেই, বেহাল রাস্তা

পবা প্রতিনিধি

সংস্কার নেই, বেহাল রাস্তা

পবা উপজেলার নওহাটা কলেজ মোড় থেকে দুয়ারি মোড় পর্যন্ত রাস্তা বেহাল হয়ে পড়েছে। দীর্ঘদিন সংস্কারের অভাবে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। খানাখন্দে ভরা সড়কে দুর্ভোগ নিয়ে চলাচল করতে হচ্ছে। ঘটছে ছোট-বড় দুর্ঘটনাও।

গতকাল সরেজমিনে দেখা যায়, রাস্তার বিভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে। সেই গর্তে বৃষ্টির পানি জমে পুকুরের রূপ ধারণ করেছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, গাড়ি চালক ও শিক্ষক-শিক্ষার্থীরা।

নওহাটা সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক আকবর হোসেন বলেন, মহানন্দখালী এলাকায় রাস্তার পাশে আমার বাড়ি। বৃষ্টি হলেই রাস্তার মাঝে পানি জমে থাকে। পাশ দিয়ে কোনো গাড়ি গেলেই পথচারীদের গায়ে কাঁদা পানির ছিটা লাগে। হেঁটে চলাও দায়। দীর্ঘ সময় ধরে রাস্তাগুলো বেহাল অবস্থায় পড়ে থাকলেও সংস্কারের উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জসিম উদ্দিন নামের এক অটোচালক ক্ষোভ প্রকাশ করে বলেন, পুরো রাস্তা বেহাল অবস্থায় থাকলেও সংস্কারের কোন উদ্যোগ নেই। ফলে সিএনজিচালিত অটোরিকশা, বাস-ট্রাক চলতে সমস্যা হয়। পায়ে হাঁটতেও সমস্যা হচ্ছে। তা ছাড়া রাস্তার গর্তে যানবাহন আটকে প্রায় সময় ঘটে দুর্ঘটনাও।

নওহাটা ডিগ্রি কলেজের শিক্ষার্থী মারিফুল ইসলাম বলেন, এই রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করতে হয়। সব সময় পানি জমে থাকে। ট্রাকের মতো ভারী যানবাহন চলাচলের ফলে বাজে পরিস্থিতির তৈরি হয়েছে। দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি সংস্কারের দাবি জানান তিনি।

নওহাটা পৌরসভার মেয়র মো. হাফিজুর রহমান হাফিজ বলেন, ‘ইতিমধ্যে নওহাটা পৌরসভার বিভিন্ন রাস্তার কাজ শুরু করেছি। ওই রাস্তাটি এলজিইডির আওতাধীন। এ বিষয়ে উপজেলা প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন, দুই মাসের মধ্যে রাস্তা সংস্কারের কাজ শুরু করা হবে।’

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) পবা উপজেলা প্রকৌশলী সঞ্জয় মোহন সরকার বলেন, ভারী যান চলাচলের কারণে নওহাটা পৌরসভার নওহাটা কলেজ মোড় থেকে দুয়ারি মোড় পর্যন্ত রাস্তাটি ক্ষতিগ্রস্ত হয়েছে। মাসখানেকের মধ্যেই সংস্কার কাজ শুরু হবে। ঠিকাদার নির্বাচনের কাজ চলমান রয়েছে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ