আজকের পত্রিকা ডেস্ক
কুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
নিহত ইসমাঈল হোসেন (৩৮) টেক্সটাইল মোড় রেলগেট এলাকার ইব্রাহিমের ছেলে। সদর থানার এসআই নুর আলম মণ্ডল বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে নওগাঁর নিয়ামতপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক তরুণের প্রাণ গেছে। আহত হয়েছে তাঁর ছোট ভাইসহ দুজন। গত শনিবার সন্ধ্যায় ছাতড়া উচ্চবিদ্যালয়ের সামনে এ সংঘর্ষ হয়। নিহত আল আমিন (২৪) চন্দননগর কলেজ এলাকার আইনুল হকের ছেলে।
ময়মনসিংহের নান্দাইলে বাসচাপায় ইজিবাইকের দুই আরোহী নিহত হয়েছেন। তাঁরা হলেন সাভার গ্রামের ইজিবাইকচালক রহমত উল্লাহ (৪৬) ও ঝালুয়া মধ্যপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে যাত্রী হাবিব উল্লাহ (২২)।
এ ছাড়া যশোরের ঝিকরগাছায় কাভার্ড ভ্যানের চাপায় নিহত হয়েছেন নুরুল হোসেন (৫৭)। তিনি ঝাউদিয়া গ্রামের মৃত হাসেম আলীর ছেলে। মুন্সিগঞ্জের গজারিয়ায় সড়ক বিভাজকে উঠে যাওয়া বাসের চাপায় মারা গেছেন মো. সুজন। তিনি নীলফামারীর ডোমার উপজেলার খাটুরিয়া গ্রামের মো. মোস্তাক আহমেদের ছেলে।