সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডের নৌ-পুলিশের তৎপরতায় বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে পড়া একটি লাইফ বোটের যাত্রীদের উদ্ধার পেয়েছে। জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন কল পেয়ে সাগরে আটকে পড়া প্রায় ৭০ যাত্রীকে উদ্ধার করে উপকূলে নিয়ে আসেন কুমিরা নৌ-পুলিশ সদস্যরা।
গতকাল শনিবার বেলা ১১টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী-সন্দ্বীপ ঘাটে এ ঘটনা ঘটে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কুমিরা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. একরাম উল্ল্যাহ।
একরাম উল্ল্যাহ বলেন, ‘শনিবার সকালে জাতীয় জরুরি সেবা নম্বর থেকে কল করে ইঞ্জিন বিকল হয়ে সাগরে যাত্রীসহ লাইফ বোট আটকা পড়ার বিষয়টি জানানো হয়। খবর পেয়ে আমরা তাৎক্ষণিক গুলিয়াখালি-সন্দ্বীপ ঘাটে গিয়ে দুটি বোট নিয়ে আটকা পড়া ৭০ জন যাত্রীকে নিরাপদে উপকূলে নিয়ে আসি।’
ফাঁড়ির পরিদর্শক একরাম জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে কুমিরা ও বাঁশবাড়িয়া ঘাট বন্ধ রাখা হয়েছে। কিন্তু সন্দ্বীপের গাছুয়া ঘাট থেকে শনিবার সকালে ৬০ থেকে ৭০ জন যাত্রী নিয়ে একটি লাইফ বোট গুলিয়াখালি ঘাটে আসার পথে ইঞ্জিন বিকল হয়ে সাগর আটকে যায়। এর কিছুক্ষণ পর আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার পাশাপাশি বৃষ্টি শুরু হলে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।
এ সময় বোটের যাত্রী হাবিব খান জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে উদ্ধারে সহায়তা চান।