Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

জবাব দিতে চান মাবিয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জবাব দিতে চান মাবিয়া

অনেক কাঠখড় পুড়িয়ে বার্মিংহাম কমনওয়েলথে খেলতে যাচ্ছেন ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। ওয়াইল্ড কার্ড নিয়ে বড় টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন ঠিকই কিন্তু বড় প্রতিযোগিতার আগে যে প্রস্তুতির দরকার, সেটা পর্যাপ্ত হয়নি এসএ গেমসে দুটি সোনাজয়ী ভারোত্তোলকের। কমনওয়েলথে খেলতে যাচ্ছেন সম্পূর্ণ নিজেদের অভিজ্ঞতার ওপর ভরসা রেখেই।

কমনওয়েলথে ৬৪ কেজি ওজন শ্রেণিতে অংশ নেবেন মাবিয়া। প্রস্তুতির জন্য সময় পেয়েছেন সাকল্য চার মাস। মাবিয়া জানালেন, এ সময়ে নিজেকে প্রস্তুত করেছেন কোনো কোচের দিক-নির্দেশনা ছাড়াই। বড় প্রতিযোগিতার আগে এভাবে কেন কোচ ছাড়া প্রশিক্ষণ—এ প্রশ্নে অভিমান ভরা কণ্ঠে মাবিয়া বললেন, ‘ক্যাম্পে কোচ দেওয়া হয়েছে ঠিকই কিন্তু আমি তাঁদের কাছে যাইনি। অতীতের কোচ-খেলোয়াড়দের মধ্যে এমন কিছু ঘটনা ঘটেছে, যার কারণে একজন অবহেলিত হিসেবেই এমন সিদ্ধান্ত নিয়েছি।’

অলিম্পিকে খেলার স্বপ্ন স্বপ্নই থেকে গেছে মাবিয়ার। ২০১৬ ও ২০২১ ওয়াইল্ড কার্ড পাওয়ার সম্ভাবনা থাকার পরও শেষ পর্যন্ত অলিম্পিকে খেলতে যেতে পারেননি পদকজয়ী এই ভারোত্তোলক। যাও-বা একটা সম্ভাবনা তৈরি হয়েছিল ২০২৪ প্যারিস অলিম্পিকে খেলার, সেখানেও ভাগ্য মাবিয়াকে নিয়ে খেলেছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৃত্তি নিয়ে ফ্রান্সে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত নাম কাটা গেছে তাঁর। অলিম্পিকে খেলতে না পারার এই দায় কোচদের ওপর চাপিয়েছেন মাবিয়া, ‘তিনটি অলিম্পিকে খেলতে না পারা, এই ব্যর্থটা কি শুধুই আমার? প্রথম অলিম্পিকে যখন খেলতে পারলাম না, তখন কোচদের আরও যত্নবান হওয়া উচিত ছিল আমার প্রতি।’

১২ বছরের অভিজ্ঞতার ওপর ভরসা রেখে নিজের মতো করে অনুশীলন করেছেন মাবিয়া। কমনওয়েলথে পদক জয়ের স্বপ্ন না থাকলেও নিজের সেরা ফলটাই পেতে চান তিনি। তাতে তাঁকে অবহেলার একটা জবাব দেওয়াও হবে বলে মনে করেন মাবিয়া, ‘কোচদের একটাই জবাব দিতে চাই, তাঁরা আর কোনো মাবিয়াকে জন্ম দিতে পারবেন না। মাবিয়া একটাই। অলিম্পিক অ্যাসোসিয়েশনকে জবাব দিতে চাই যে তারা যদি আরেকটু অপেক্ষা করত, আমার কাছ থেকে ভালো কিছু পেতে পারত।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ