হোম > ছাপা সংস্করণ

বাজার তদারকি: ৬ জেলায় ২১ জনের জরিমানা

আজকের পত্রিকা ডেস্ক

রমজানে নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে বিভিন্ন জেলায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ছয় জেলায় ২১ দোকানমালিককে ১ লাখ ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল শনিবার বাজার তদারকির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর: 

গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল গোপালগঞ্জ বড়বাজারে অভিযান চালিয়ে মেসার্স মাসুদ তালুকদার, মেসার্স আরিফ ফলভান্ডার ও মেসার্স ইয়াসিন ফলভান্ডারকে জরিমানা করা হয়। অধিদপ্তরের গোপালগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. শামীম হাসান এই অভিযান চালান।

খুলনা: খুলনায় অতিরিক্ত দামে পণ্য বিক্রি, ক্রয় রসিদ না থাকা, মূল্যতালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধে চার প্রতিষ্ঠানকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মহানগরীর নিরালা ও গল্লামারী বাজারে অভিযান চালায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়। 

অভিযানে খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিব গল্লামারী বাজারের মদিনা এন্টারপ্রাইজ ও বিশ্বাস এন্টারপ্রাইজকে দুই হাজার করে চার হাজার এবং তালুকদার এন্টারপ্রাইজ ও নিরালা বাজারের শাহ আলম মিট শপকে দুই হাজার টাকা জরিমানা করেন। 

ফরিদগঞ্জ: চাঁদপুরের ফরিদগঞ্জে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে আটটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল এই অভিযান চালান। 

এ সময় উপজেলার চান্দ্রা বাজারের রিপন মেডিকেল হলকে পাঁচ হাজার, নিবারণ মেডিকেল হলকে আট হাজার, ইফতারি বিক্রেতা আবুল হোসেনকে এক হাজার, মুজাফফর স্টোরকে চার হাজার, ওয়ান স্টার হোটেলকে ১৫ হাজার, শাহি হোটেলকে পাঁচ হাজার, মাসুদ ফল বিতানকে দুই হাজার, ইব্রাহিম ফল বিতানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। 

জগন্নাথপুর: সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই দোকানিকে চার হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আল-আমিন এই অভিযান চালান। 

কমলনগর: কমলনগরে নূর মোহাম্মদ নামের এক ফল ব্যবসায়ীকে চার হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুদ্দিন মো. রেজাের ভ্রাম্যমাণ আদালত।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন