Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

শিলাবৃষ্টিতে এক হাজার হেক্টর জমির ফসল নষ্ট

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

শিলাবৃষ্টিতে এক হাজার হেক্টর জমির ফসল নষ্ট

চাঁপাইনবাবগঞ্জে ১৫ মিনিটের শিলাবৃষ্টিতে সব হারিয়ে সর্বস্বান্ত হয়েছেন অধিকাংশ কৃষক। তাঁদের শীতকালীন সবজিসহ প্রায় সব ধরনের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ নিয়ে দুশ্চিন্তায় দিন পার করছেন কৃষকেরা। গত বুধবারের শিলাবৃষ্টিতে প্রায় এক হাজার হেক্টর ফসলের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

সরেজমিন গতকাল শুক্রবার সকালে জেলার রামচন্দ্রপুর এলাকায় দেখা গেছে, ফুলকপি, বাঁধাকপি, লালশাক, টমেটো, পেঁয়াজ, আলুগাছ, সরিষা, আমগাছ, বরইসহ কৃষকের বিভিন্ন ফসল মাটিতে পড়ে আছে। বাঁধাকপির গাছগুলো টুকরো টুকরো হয়ে গেছে। সরিষার গাছ ভেঙে গেছে। আমগাছের পাতা ঝরে আশপাশে পড়ে রয়েছে। অনেক পেঁয়াজের জমিতে গিয়ে বোঝা যাচ্ছে না এ জমিতে পেঁয়াজ লাগানো ছিল কি না। কষ্টে কৃষকেরা মাথায় হাত দিয়ে বসে আছেন। তাঁরা সারা বছর সংসার কী দিয়ে চালাবেন, তা নিয়ে চিন্তায় রয়েছেন।

এর আগে বুধবার রাত সাড়ে ৯টার দিকে রানীহাটি, রামচন্দ্রপুর, ছত্রাজিতপুর, মহারাজপুর, বারঘরিয়া, রামজীবনপুর, বাবুপুর, চরপাকা, নয়ালাভাঙ্গাসহ বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টি হয়। এতে বেশি ক্ষতি হয়েছে শিবগঞ্জ উপজেলার চরপাকা ইউনিয়নে। এ সময় কিছু বাড়িরও ক্ষতি হয়েছে।

রানীহাটি এলাকার আবদুস সালাম জানান, এ বছর শীতের বেশ কিছু সবজি ও ফল চাষ করেছিলেন তিনি। আর ১৫ দিন আগে থেকে কিছু সবজি বাজারে বিক্রিও করছিলেন তিনি। কিন্তু বুধবার রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ শিলাবৃষ্টি এসে সব লণ্ডভণ্ড করে দিয়েছে। মুলাসহ বিভিন্ন সবজি গাছের ফুল-ফল ঝরে গেছে। এমনকি তাঁর রোপণ করা বাঁধাকপি নষ্ট হয়ে গেছে।

চরপাকা ইউনিয়নের কৃষক রবিউল ইসলাম বলেন, তাঁর জমিতে পেঁয়াজ, রসুন, সরিষা, ফুলকপি, বেগুন, আলুসহ বিভিন্ন শীতকালীন সবজি ছিল। শিলাবৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে। বিশেষ করে পেঁয়াজের অনেক গাছ খুঁজে পাওয়া যাচ্ছে না। আর সরিষার গাছ ভেঙে গেছে। তিনি আরও বলেন, ‘এ কষ্ট বলে বোঝানো যাবে না। জমির কথা মনে পড়লেই কেমন যেন লাগছে।’

এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, গতকালের শিলাবৃষ্টিতে সরিষা, কলা, বেগুন, টমেটোসহ জেলার ৮১২ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। তার মধ্যে বেশি সরিষা। তবে মোট কত টাকার ক্ষতি হয়েছে, তা এখন বলা সম্ভব নয়। আর যেহেতু শিলাবৃষ্টির পর থেকেই আবহাওয়া ভালো হয়ে গেছে তাই ক্ষতি অনেকটা কমে আসবে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ