বিনোদন প্রতিবেদক, ঢাকা
শুক্রবার মুক্তি পাচ্ছে ইমন ও মম অভিনীত সিনেমা ‘আগামীকাল’। সিনেমাটির মুক্তি উপলক্ষে শনিবার রাজধানীর পান্থপথের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ‘আগামীকাল’ সিনেমার নির্মাতা অঞ্জন আইচ, অভিনেতা মামনুন ইমন, তারিক স্বপন, অভিনেত্রী সূচনা আজাদ, সংগীতশিল্পী সোমনূর মনির কোনালসহ অনেকে। তবে ছিলেন না সিনেমাটির অভিনেত্রী জাকিয়া বারী মম। অনুষ্ঠানে ইমন বলেন, ‘এটি পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা। এতে আমি চিত্রনায়ক ইমন নয়, অভিনেতা ইমন হিসেবে হাজির হচ্ছি।’