মধ্যনগরে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ায় দুই যুবলীগের নেতাকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জেলা যুবলীগ।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল তাঁদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে শোকজ করেন। অভিযুক্তদের ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
তাঁরা হলেন-মধ্যনগর উপজেলা যুবলীগের সহসভাপতি আসাদুজ্জামান রোকন এবং একই কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বিপ্লব বিশ্বাস।
মধ্যনগর যুবলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার বলেন, ‘বিপ্লব বুধবার দল থেকে অব্যাহতি চেয়ে লোক মারফত আবেদন পাঠিয়েছেন। কিন্তু আমি সুনামগঞ্জ থাকায় তা হাতে পৌঁছায়নি। রোকনও বৃহস্পতিবার দল থেকে অব্যাহতি চাওয়ার বিষয়টি মুঠোফোনে জানিয়েছে।