হোম > ছাপা সংস্করণ

চিতলমারীতে ঘের দখলের অভিযোগ

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে ঘের থেকে জোরপূর্বক মাছ ধরে নেওয়া ও ধান রোপণের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে জ্যোতিশ বিশ্বাস নামের এক ব্যক্তি থানায় এই অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। তবে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানিয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা আমবাড়ী গ্রামের জ্যোতিষ বিশ্বাস দীর্ঘদিন ধরে তাঁর পৈতৃক সম্পত্তি ভোগদখল করে আসছিলেন। গত ১০ ও ১১ জানুয়ারি স্থানীয় মোতাহার মোল্লা ও নিজাম শেখের নেতৃত্বে ১৪ / ১৫ জন লোক ওই ঘের থেকে জোরপূর্বক মাছ ধরে নেয়। এ ছাড়া জমি দখলের জন্য ধান রোপণ করেন। এ সময় তিনি বাধা দিতে গেলে নূরনবী ও দীন ইসলাম তাঁকে মারধর করে।

জ্যোতিষ মণ্ডল বলেন, ওই জমি তিনি পৈতৃক সূত্রে ভোগদখল করছেন। অভিযুক্তরা জোরপূর্বক তাঁর মাছ লুট করে ঘের দখল করেছে। তিনি তাঁর ঘের দখলমুক্তসহ এ ঘটনার বিচার চান।

মারধর ও জমি দখলের অভিযোগ অস্বীকার করে মো. দীন ইসলাম শেখ বলেন, ওই জমি তাঁর মায়ের নামে কেনা। তাঁরা তাঁদের জমিতে ধান চাষ করছেন।

চিতলমারী থানার পরিদর্শক (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, জ্যোতিষ বিশ্বাসের একটি লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন