বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের বিজয় দিবস উপলক্ষে মানিকগঞ্জে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে তিনটায় জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিজয় শোভাযাত্রাটি বের হয়। এটি শহীদ রফিক সড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে শহরের চত্বরে গিয়ে সমাবেশ করে।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দীন। এতে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এবিএম হেলাল উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সালাম।
এ ছাড়া সমাবেশে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বাদরুল ইসলাম খান বাবলু, সুলতানুল আজম খান আপেল, কাজী এনায়েত হোসেন টিপু প্রমুখ।