কাতারে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা জিতলে সারা দিন বিনা মূল্যে যাত্রী পরিবহন করবেন বলে ফেসবুক পোস্টে জানান দেন দলটির কুড়িগ্রামের ভক্ত মো. আশরাফুল আলম। এরপর ফ্রান্সকে হারিয়ে মেসির দল জয়ী হলে গতকাল সোমবার তিনি সকাল থেকে বিকেল পর্যন্ত ৪০ যাত্রীকে বিনা ভাড়ায় পরিবহন করেছেন।
অটোরিকশাচালক আশরাফুলের বাড়ি কুড়িগ্রাম পৌর শহরের একতাপাড়া বাঁধের পাড়ে। তিনি পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন।তাঁর তিন বছর বয়সী ছেলেসন্তান রয়েছে। ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে আশরাফুল জীবিকা নির্বাহ করেন। আয় সীমিত হলেও ফুটবল এবং আর্জেন্টিনার প্রতি তাঁর ভালোবাসা সীমিত নয়। আর্জেন্টিনার পতাকার আদলে তিনি নিজের অটোরিকশার রং করেছেন। এ ছাড়া দলটি জয় পাওয়ায় তিনি নিজের দেওয়া কথা রেখেছেন।
গত রোববার সকালে আশরাফুল তাঁর ফেসবুক পোস্টে আর্জেন্টিনা জিতলে নিজের ইচ্ছার কথা জানান। সেখানে তিনি অটোরিকশার ছবি যুক্ত করে লেখেন, ‘আজ (রোববার) রাত নয়টায় লিওনেল মেসি প্রথমবার এবং আর্জেন্টিনা তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিতলে আগামীকাল (সোমবার) সারা দিন আর্জেন্টিনার পতাকার আদলে তৈরি এই অটোরিকশার ভাড়াফ্রি।’ আশরাফুল বলেন, ‘যখন থেকে ফুটবল বুঝি তখন থেকেই আর্জেন্টিনা দলের প্রতি আমার ভালোবাসা।’