Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

পাহাড়ে এমপিওভুক্ত ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে আনন্দ

আজকের পত্রিকা ডেস্ক

পাহাড়ে এমপিওভুক্ত ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে আনন্দ

বান্দরবান জেলায় ৮টি, রাঙামাটির কাপ্তাই ও লংগদু উপজেলার ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারি এমপিওভুক্ত করা হয়েছে।

দেশের ১ হাজার ১২২টি মাধ্যমিক ও ৬৬৬টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্তকরণের আদেশ জারি করে সরকার। গত বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ‍্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ (বেসরকারি মাধ্যমিক-৩) এক পত্রে এসব বিদ‍্যালয়কে এমপিওভুক্ত বেতন-ভাতার জন্য সরকারি তালিকাভুক্ত) করার তথ্য জানায়। প্রতিনিধিদের পাঠানো খবর:

বান্দরবান: বান্দরবান পার্বত্য জেলায় এমপিওভুক্ত হওয়া ৮টি উচ্চবিদ‍্যালয় চারটি উপজেলায় অবস্থিত। এর মধ্যে সদর, থানচি ও আলীকদম উপজেলার একটি করে এবং লামা উপজেলার পাঁচটি উচ্চবিদ‍্যালয় রয়েছে।

বিদ‍্যালয়গুলো হলো, বান্দরবান সদর উপজেলার চেমী ডলুপাড়া উচ্চবিদ‍্যালয়, আলীকদমের চৈক্ষং মডেল উচ্চবিদ্যালয়, থানচির বলিপাড়া বাজার উচ্চবিদ‍্যালয়। এ ছাড়া লামা উপজেলার ফাইতং উচ্চবিদ‍্যালয়, হায়দারনাঁশী উচ্চবিদ‍্যালয়, ফাঁসিয়াখালী উচ্চবিদ্যালয়, ইয়াংছা উচ্চবিদ‍্যালয় ও গজালিয়া উচ্চবিদ‍্যালয়।

বান্দরবার সদর উপজেলার চেমী ডলুপাড়া উচ্চবিদ‍্যালয় পরিচালনা কমিটির সভাপতি পাইহ্লা অং মারমা গতকাল বৃহস্পতিবার বলেন, ‘গত বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক পত্র মূলে তাঁদের বিদ‍্যালয়সহ জেলার মোট আটটি বেসরকারি উচ্চ বিদ‍্যালয় এমপিওভুক্ত করেছে। এই খবরে আমরা অত্যন্ত খুশি ও সরকারের প্রতি কৃতজ্ঞ।’

কাপ্তাই (রাঙামাটি): রাঙামাটির কাপ্তাই উপজেলায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে। এর মধ্যে নিম্ন মাধ্যমিক পর্যায়ে দুটি ও মাধ্যমিক পর্যায়ের একটি প্রতিষ্ঠান রয়েছে। কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

নিম্ন মাধ্যমিক পর্যায়ে (ষষ্ঠ-অষ্টম) উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের সাক্রাছড়ি উচ্চবিদ্যালয় ও চন্দ্রঘোনা ইউনিয়নের কে আর সি উচ্চবিদ্যালয় এবং মাধ্যমিক পর্যায়ে (নবম-দশম) রাইখালী ইউনিয়নের ডংনালা উচ্চবিদ্যালয় এমপিওভুক্ত হয়েছে।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মদ বলেন, ‘আমি নতুন এমপিওভুক্ত প্রতিষ্ঠান প্রধান ও অন্য অংশীজনদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানাচ্ছি।’

উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং কে আর সি উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মফিজুল হক মোবাইল ফোনে বলেন, ‘আমি অত্যন্ত খুশি, কে আর সি স্কুলসহ কাপ্তাইয়ে ৩টি স্কুল এমপিওভুক্ত হয়েছে। এ জন্য রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদারসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।’

লংগদু (রাঙামাটি): রাঙামাটির লংগদু উপজেলার দুর্গম ও অনগ্রসর এলাকায় জনসাধারণের শিক্ষা উন্নয়নে আরও ৬টি শিক্ষাপ্রতিষ্ঠানকে নতুন করে এমপিওভুক্ত করেছে সরকার। এমপিওভুক্ত প্রতিষ্ঠানের মধ্যে ৩টি মাধ্যমিক,২টি নিম্নমাধ্যমিক ও একটি মাদ্রাসা রয়েছে।

লংগদু উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান আজকের পত্রিকাকে জানান, শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এমপিওভুক্ত সম্পর্কে তথ্য জানানো হয়।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ