প্রতিবন্ধী বিদ্যালয়গুলো এমপিওভুক্ত করাসহ ১১ দফা দাবিতে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি দিয়েছেন বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকেরা। জেলা সমাজসেবা কার্যালয়ের সামনে গতকাল বৃহস্পতিবার সকাল দশটা থেকে বেলা ২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। এ সময় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. শাহ আলমের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় বক্তব্য দেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির জেলা শাখার আহ্বায়ক ইসরাত জাহান, সভাপতি নূর আলম সিদ্দিকী, রান ডেভেলপমেন্ট ফতেপুর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়, মৌসুমী লিজা আইসড়া বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়, আমিনা খাতুন পউস অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকেরা প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন আব্দুল হাই বনগ্রাম শহীদ মুক্তিযোদ্ধা অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়, খন্দকার আসলাম সবুজ পল্লী অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়, মো. বুলবুল জমিরউদ্দিন ফকির অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়, তৌহিদুর রহমান পলিশা বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়, মো. আমজাদ আলী চেচুয়াজানি বীর মুক্তিযোদ্ধা এমএ খালেক ও মফিজ অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়সহ জেলার অন্যান্য উপজেলা থেকে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির টাঙ্গাইল জেলা শাখার পক্ষ থেকে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. শাহআলমের কাছে স্মারক লিপি পৌঁছে দেন।