Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

হত্যা মামলা তুলে নিতে বাদীকে হুমকি

নেত্রকোনা প্রতিনিধি

হত্যা মামলা তুলে নিতে বাদীকে হুমকি

নেত্রকোনার আটপাড়ায় এইচএসসি পরীক্ষার্থী পিয়াস মিয়া (১৯) হত্যার ঘটনায় দায়ের করা মামলার বাদী ও তার পরিবারকে মামলা তুলে নিতে হুমকির অভিযোগ উঠেছে আসামিসহ তাদের পরিবারের লোকজনের বিরুদ্ধে।

মামলার বাদী গত বৃহস্পতিবার বিকেলে এ বিষয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। একই সঙ্গে আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

নিহত পিয়াস মিয়া শ্রীরামপাশা গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে। তিনি এবার তেলিগাতি সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। গত ১৩ ডিসেম্বর জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ভগ্নিপতির ছুরিকাঘাতে নিহত হন তিনি।

লিখিত অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, জমিসংক্রান্ত বিরোধ নিয়ে পিয়াস মিয়ার সঙ্গে তার বড় বোন প্রতিবেশী হেনা আক্তার (৩৩) ও বোনজামাই চনু ফকিরের (৪১) মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে গত ১৩ ডিসেম্বর বিকেলে পিয়াসের মা রুমেলা আক্তারের (৫০) সঙ্গে মেয়ে হেনা আক্তারের ঝগড়া হয়। এ সময় হেনার স্বামী চনু ফকিরসহ তাদের লোকজন ঝগড়ায় জড়ান। বিষয়টি দেখে পিয়াস মিয়া তাঁর মাকে ঝগড়া থেকে ফিরিয়ে আনতে যান।

তখন দুলাভাই চনু ফকিরসহ তাঁর লোকজনের ছুরিকাঘাতে পিয়াস মিয়ার মারা যান। ঘটনার দিন রাতে পুলিশ অভিযান চালিয়ে নিহত পিয়াসের বোন ও বোনের স্বামীকে আটক করে। ঘটনার পরদিন রাতে নিহতের মা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে চনু ফকিরকে প্রধান আসামি করে ১২ জনের নাম উল্লেখ করা হয়। কিন্তু পুলিশ চনু ফকির ও তার স্ত্রী হেনা আক্তার ছাড়া কোনো আসামিদের এখনো গ্রেপ্তার করতে পারেনি।

এদিকে বাদীর অভিযোগ, মামলা তুলে নিতে আসামি ও তাদের পক্ষের লোকজন অব্যাহত হুমকিসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাচ্ছে। এ নিয়ে বৃহস্পতিবার বিকেলে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

বাদীর ছেলে ও নিহতের বড় ভাই পলাশ মিয়া বলেন, মামলা তুলে নিতে আসামি ও তাদের লোকজন আমাদের নানা ধরনের হুমকি দিচ্ছে। আমরা এখন আতঙ্কে আছি। ১২ জন আমিদের মধ্যে মাত্র দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি করছি।’

তবে মামলার এক আসামি হরিপুর গ্রামের মো. আলমগীর মিয়ার মা রহিমা আক্তারের দাবি, তার ছেলে ওই ঘটনার সময় উপস্থিত ছিলেন না। কিন্তু আসামি করা হয়েছে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ