Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

লোহাগড়ায় পৌর মেয়র ও কাউন্সিলরদের শপথ

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

লোহাগড়ায় পৌর মেয়র ও কাউন্সিলরদের শপথ

নড়াইলের লোহাগড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র সৈয়দ মসিয়ুর রহমান শপথ নিয়েছেন। একই সঙ্গে ৯ জন সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত নারী আসনের ২ জন কাউন্সিলর শপথ নিয়েছেন।

গত সোমবার সকালে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন (এনডিসি) নবনির্বাচিত মেয়র সৈয়দ মসিয়ুর রহমানকে শপথ বাক্য পাঠ করান এবং পরে নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে নবনির্বাচিত ৯ জন সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত নারী আসনের ২ জন কাউন্সিলর শপথ গ্রহণ করেন।

তাঁরা হলেন, কাউন্সিলর ১ নম্বর ওয়ার্ড বিশ্বনাথ দাস, ২ নম্বর ওয়ার্ড উজ্জ্বল হাসান, ৩ নম্বর ওয়ার্ড আনিসুর রহমান, ৪ নম্বর ওয়ার্ড মিলু শরীফ,৫ নম্বর ওয়ার্ড পলাশ শেখ, ৬ নম্বর ওয়ার্ড গিয়াসউদ্দিন ভূঁইয়া, ৭ নম্বর ওয়ার্ড শাহজাহান সিরাজ বিদ্যুৎ, ৮ নম্বর ওয়ার্ড ফারুক শেখ ও ৯ নম্বর ওয়ার্ডে সাহিদুর রহমান সাবু।

এ ছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর খালেদা জামান ও রাজিয়া সুলতানা বিউটি এ দুজন শপথ গ্রহণ করেন। ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সেকেলা বেগম মারা যাওয়ায় এ ওয়ার্ড শূন্য হয়ে যায়।

উল্লেখ্য, ২ নভেম্বর লোহাগড়াপৌর নির্বাচনমেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী সৈয়দ মসিয়ুর রহমান। ওই দিন নৌকা ৯ হাজার ৫৫৭ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন মসিয়ুর। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল আলম পেয়েছেন ৬ হাজার ৬৬৭ ভোট।

শপথ গ্রহণ অনুষ্ঠানে খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন (এনডিসি) মানুষকে সর্বোচ্চ সেবাদানের জন্য নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের প্রতি আহ্বান জানান।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ