টাঙ্গাইল প্রতিনিধি
পুলিশের অ্যান্টিটেরোরিজম ইউনিটের প্রধান অতিরিক্ত আইজিপি কামরুল আহসান বলেছেন, ‘সবাই জঙ্গিবাদের বিরুদ্ধে। আমরা বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে বর্তমান অবস্থানে এসেছি। জঙ্গিবাদ সূচকে বাংলাদেশের অবস্থান অনেক ভালো। অনেক উন্নত দেশের চেয়ে বাংলাদেশের অবস্থান অনেক ওপরে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এ দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করা হবে।’
গতকাল শনিবার সকালে টাঙ্গাইল পুলিশ লাইনসের মাল্টিপারপাস শেডে উগ্রবাদ ও জঙ্গিবাদবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় কামরুল আহসান আরও বলেন, ‘সরকার জঙ্গিবাদ নির্মূলে অ্যান্টিটেরোরিজম ইউনিট খুলে দিয়েছে। আমাদের সব সহকর্মীই জঙ্গিবাদ নির্মূলে সদা তৎপর। উগ্র ও জঙ্গিবাদ নির্মূলে সরকারের পাশাপাশি সবার সমন্বিত প্রচেষ্টা দরকার। আজকে শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থা খুবই নাজুক। এর পেছনে জঙ্গিবাদের একটি ভূমিকা রয়েছে। ২০১৯ সালে সেখানে জঙ্গি হামলা হয়েছিল বিভিন্ন হোটেল ও রিসোর্টে। সেই ঘটনার পর বিভিন্ন দেশের পর্যটকেরা শ্রীলঙ্কা থেকে মুখ ফিরিয়ে নেন। যার প্রভাব পড়ে তাঁদের অর্থনীতিতে।’
পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন, অ্যান্টিটেরোরিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান, সহকারী পুলিশ সুপার সালাউদ্দিন, টাঙ্গাইলের জেলা প্রশাসক আতাউল গণি, ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার ইমামুর রশিদ, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আনিসুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন। পরে জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত আইজিপি কামরুল আহসানকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। এ সময় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, ইমাম, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।