Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

পিকআপ-কাভার্ড ভ্যানের সংঘর্ষ, আহত ৩

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি

পিকআপ-কাভার্ড ভ্যানের সংঘর্ষ, আহত ৩

চাঁদপুরের শাহরাস্তিতে পিকআপ-কাভার্ডভ্যানের সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, চাঁদপুরের লক্ষ্মীপুর গ্রামের মো. রাজু (৪০), রঘুনাথপুর গ্রামের আরীফ (২৮) ও ফরিদগঞ্জের বাগড়া বাজার এলাকার মো. আবুল খায়ের (৪২)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দিবাগত রাতে সড়ক নির্মাণের কাজে ব্যবহৃত তেলবাহী একটি দ্রুতগামী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর থেমে যায়।

এ সময় একটি সিমেন্টবাহী কাভার্ডভ্যান পেছন থেকে পিকআপটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে শাহরাস্তি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পিকআপে আটকে থাকা ৩ শ্রমিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পিকআপ ভ্যান থেকে উদ্ধার হওয়া শ্রমিক মো. আবুল খায়ের বলেন, ভ্যানটিতে করে চাঁদপুর থেকে শাহরাস্তি উপজেলার খিলাবাজার এলাকায় রাস্তা নির্মাণের জন্য তেল নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনাস্থলে এসে দ্রুতগতিতে একটি কাভার্ড ভ্যান পেছন থেকে ধাক্কা দেওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

শাহরাস্তি উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. আবুল হোসেন বলেন, পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যাওয়ার শ্রমিকেরা আটকা পড়েন। পরে দমকল কর্মীরা আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করেন।

এ বিষয়ে শাহরাস্তি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মান্নান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ