Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

নগরীর ৩৯ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নেই

আজকের পত্রিকা ডেস্ক

নগরীর ৩৯ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নেই

খুলনা সদর, ফুলতলা ও তেরখাদায় ২১টি অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করেছে স্বাস্থ্য বিভাগ। গতকাল রোববার সকালে ও শনিবার বিকেলে অভিযান চালিয়ে এগুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া নগরীর ৩৯টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নেই। সেগুলো বন্ধ করার জন্য ইতিমধ্যে লিখিত নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

খুলনা: মহানগরী এলাকায় অবস্থিত লাইসেন্সবিহীন আটটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে রোববার সকালে অভিযান চালিয়ে বন্ধের নির্দেশ দিয়েছে খুলনা স্বাস্থ্য বিভাগ। খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশীদ জানান, গতকাল রোববার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল পর্যন্ত তাঁরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও সোনাডাঙ্গা এলাকার ১২টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালান। সাউথ সিটি ডায়াগনস্টিক, ডেল ইউ, পপুলার ডায়াগনস্টিক, সিটি ম্যাক ডায়াগনস্টিক সেন্টার, ম্যাক হেলথ কেয়ার সেন্টার, বয়রা সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টার, রেডিয়েন্স ক্লিনিক্যাল আন্ট্রা সাউন্ড, এডি হাসপাতাল এই আটটির লাইসেন্স না থাকায় সেগুলো তাৎক্ষণিকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়। যেগুলোর লাইসেন্স নবায়ন করা নেই, তাদের এক মাসের মধ্যে নবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

ফুলতলা: ফুলতলায় ১৮টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সাতটিই অবৈধ। ব্যক্তিমালিকানাধীন এসব ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে একটি সিলগালা এবং ছয়টি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ফুলতলা উপজেলা স্বাস্থ্য বিভাগ। গত শনিবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জেসমিন আরা।

এ সময় অনুমোদনের কোনো কাগজপত্র না থাকায় ফুলতলা বাজারের জামিরা সড়কের কাজী নুর হোসেনের মালিকানাধীন আল-শেফা ডায়াগনস্টিক, ইমরানুল ইসলাম রুমনের সেবা ডায়াগনস্টিক, ডা. শফিউদ্দিন মোল্যার করিমুনেচ্ছা প্যাথলজি, শিকিরহাট সড়কের মো. ইরসাফিল হোসেনের স্কয়ার ডায়াগনস্টিক, বেজেরডাঙ্গা বাজারের হাসানুজ্জামান মোড়লের মেডি ল্যাব প্যাথলজি, শিরোমনির ডা. কামাল হোসেনের দি গ্রেট হাসপাতালের প্যাথলজি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

তেরখাদা: তেরখাদায় ছয়টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে তিনটি নিবন্ধন ও তিনটির নবায়ন নেই। ব্যক্তিমালিকানাধীন এসব চিকিৎসাকেন্দ্র ও রোগ নির্ণয়কেন্দ্র তাৎক্ষণিক কার্যক্রম বন্ধসহ নোটিশ টানিয়ে দিয়েছে তেরখাদা উপজেলা স্বাস্থ্য বিভাগ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, তেরখাদা উপজেলার ছয়টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মধ্য খাদিজা নার্সিং হোম, মরিয়ম ডায়াগনস্টিক সেন্টার ও চিত্রা ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন না থাকায় কার্যক্রম বন্ধের নোটিশ এবং সালমান ডায়াগনস্টিক, তেরখাদা ডায়াগনস্টিক ও শহীদ সরফরাজ মুক্তিযোদ্ধা ক্লিনিকের লাইসেন্স নবায়নের সময় দেওয়া হয়।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ