Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

কোন বাইক কিনবেন

মেহরাব মাসাঈদ হাবিব

কোন বাইক কিনবেন

বাজারে বিভিন্ন ধরনের বাইক পাওয়া যায়। আপনার পছন্দ অনুসারে সেগুলো থেকে বেছে কিনতে পারেন যেকোনো একটি।

১. স্পোর্টস বাইক: দ্রুত গতি যাঁরা পছন্দ করেন, তাঁদের জন্য আদর্শ হলো স্পোর্টস বাইক। এতে হাই পারফরম্যান্স ব্রেক ও সাসপেনশন সিস্টেম থাকে। এগুলো উচ্চ গতির বলে যাঁরা নতুন বাইক চালাচ্ছেন, তাঁদের জন্য উপযোগী নয়। এগুলোর সাসপেনশন ও ব্রেক পারফরম্যান্স খুব ভালো।

২. ডার্ট বাইক: ডার্ট বাইক সাধারণত অফ রোডে চালানোর জন্য। এই বাইকে দলাযুক্ত বা নাবি টায়ার ব্যবহৃত হয়, সাসপেনশন অনেক বড় হয়। এই বাইকগুলোর সুবিধা হলো, এগুলো দামে সস্তা। সব রাস্তা এ ধরনের বাইক চালানোর উপযুক্ত নয়।

৩. স্কুটার বা স্কুটি: স্কুটারের একটি আদুরে নাম স্কুটি। এটি মোটরসাইকেলের তুলনায় কম ক্ষমতাসম্পন্ন এবং নতুন চালকদের জন্য উপযোগী। এগুলো নিয়ন্ত্রণ করা সহজ এবং সহজে নিয়ন্ত্রণ হারায় না। এ ছাড়া স্কুটার হালকা হওয়ার কারণে রাস্তাঘাটে চালানো বেশ সহজ। 

৪. ক্রুজার বাইক: ভারী ফ্রেমের আরামদায়ক বসার ব্যবস্থাসহ বাইকগুলোই ক্রুজার। ক্রুজার বাইকগুলো বিনোদনমূলক বাইকিংয়ের জন্য ডিজাইন করা। এগুলোর টেকসই ও ভারসাম্যপূর্ণ কাঠামো রাস্তায় মসৃণভাবে চলার উপযোগী করে তৈরি করা। মোটা বেলুন টায়ার এবং কোস্টার ব্রেক ব্যবহার করা হয় এগুলোতে। 

৫. স্ট্যান্ডার্ড বাইক বা কমিউটার বাইক: ক্লাসিক মোটরসাইকেল গুলোই আসলে স্ট্যান্ডার্ড মোটরসাইকেল। এখন অনেক স্ট্যান্ডার্ড মোটরসাইকেলে ষাট ও সত্তরের দশকের স্টাইল রেখে প্রযুক্তিগত উন্নয়ন ঘটানো হয়েছে পারফরম্যান্স বাড়ানোর জন্য। এখন এগুলোকে কমিউটার বাইকও বলা হয়। এগুলোর  ইঞ্জিন বেশ শক্তিশালী। তেলের খরচের দিক থেকে অবশ্য এগুলোর খরচ কিছুটা বেশি। 

লেখক: ফাউন্ডার ও সিইও, বাংলা অটোমোবাইল স্কুল

মোটরবাইক সম্পর্কিত আরও পড়ুন:

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ