মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আহত মোটরসাইকেল আরোহী তুষার মল্লিক (৪২) মারা গেছেন। গত শনিবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
উপজেলার দেড় বোয়ালিয়া খুলনা-মাওয়া মহাসড়কের সাগর ফিলিং স্টেশনের সামনে শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে তুষার মল্লিকের স্ত্রী সবিতা মল্লিক (৩৬) ও ছেলে কুষাণ মল্লিক (৭) আহত হয়। তাঁদের বাড়ি উপজেলার চাঁদেরহাট গ্রামে।
আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তুষার মল্লিককে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
মোল্লাহাট হাইওয়ে পুলিশ পাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুল হাসান জানান, আহতরা দেড় বোয়ালিয়া মন্দিরে পদাবলি কীর্তনে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিশু সন্তানসহ ওই দম্পতি আহত হয়। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তুষার মল্লিককে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে নেওয়ার পর তিনি মারা যান।
তিনি আরও জানান, এই ঘটনায় মাইক্রোবাসটিকে জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে।