নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিপাতের কারণে দুর্ভোগ বেড়েছে জনজীবনে। তিন দিন ধরে টানা বৃষ্টিপাতের কারণে মাদারীপুরের শিবচরের সাধারণ মানুষের জীবনযাত্রায় অনেকটা ছন্দপতন ঘটেছে। দিনমজুর থেকে শুরু করে অফিসগামী সবার স্বাভাবিক কাজে বাদ সেধেছে বৃষ্টি।
গতকাল বুধবার ভোররাত থেকেই শিবচরে ভারী বর্ষণ শুরু হয়। এরপর তা থেমে থেমে চলে। এ ছাড়া সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে। বৃষ্টির কারণে চারপাশ কর্দমাক্ত হয়ে পড়ে। এ ছাড়া বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। ফলে বেড়েছে দুর্ভোগ। এদিকে বৃষ্টির কারণে খেটে খাওয়া মানুষের স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটছে। শ্রমজীবী মানুষের অনেকেই কাজ থেকে বঞ্চিত রয়েছে এই বৃষ্টিতে।
সাধারণ মানুষেরা জানান, গত সোমবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। কখনো ভারী বর্ষণ আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এ ছাড়া আকাশ কালো মেঘে
ছেয়ে রয়েছে। বৃষ্টির কারণে বাড়ির আশপাশের ডোবা-নালা-খাল ডুবে গেছে।
একাধিক কৃষক জানান, এমন বৃষ্টি মৌসুমের শুরুতে হলে পাট জাগ দেওয়া নিয়ে বিপাকে পড়তে হতো না। এখন ডোবা-নালা-পুকুরে বৃষ্টির পানি।
এদিকে সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন এবং মাঝেমধ্যেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় স্থানীয় হাটবাজারে মানুষের উপস্থিতি কমে গেছে। বেচাকেনাও কম হচ্ছে।
আবুল কাশেম নামের এক সবজি বিক্রেতা আজকের পত্রিকাকে বলেন, ‘বৃষ্টির কারণে বাজারে ক্রেতাদের উপস্থিতি কম। বিক্রিও কম হচ্ছে। তিন দিন ধরে বৃষ্টির কারণে ব্যবসার কিছুটা ক্ষতি হচ্ছে।’
ভ্যানচালক মো. আক্কাস বলেন, ‘সকাল থেকে বৃষ্টি। কোনো যাত্রী নাই। ভ্যান নিয়ে শুধু অলস বসে থাকা। দুই দিন ধরে এই অবস্থা।’
খেটে খাওয়া মানুষের জন্য এই বৃষ্টি এক দুর্ভোগ হয়ে দেখা দিয়েছে। অন্যদিকে শরতে আষাঢ়ের বৃষ্টি উপভোগও করছেন অনেকে।