চট্টগ্রামের সন্দ্বীপের মগধরা ইউনিয়নে ইয়াবা দিয়ে অন্যকে ফাঁসাতে উল্টো নিজেরাই ফেঁসেছেন। পরে পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে। গত শুক্রবার তাঁদের আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ঈশান, মো. সিপাত, মো. জিসান, মো. জুয়েল ও মো. ফরহাদুল ইসলাম। পালাতক রয়েছেন রাসেল নামে এক ব্যক্তি।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে পূর্ব শত্রুতার জেরে ঈশান, সিপাত, জিসান, জুয়েল ও ফরহাদুল ইসলাম ফারুককে বাড়ির দরজা থেকে ধরে পকেটে ইয়াবা দিয়ে সন্দ্বীপ থানায় ফোন করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কথা বললে তাঁদের কথাবার্তা সন্দেহ হয়। পরে সবাইকে কৌশলে থানায় নেওয়া হয়।
জিজ্ঞাসাবাদ ঈশান ও তাঁর সঙ্গীরা জানান, পূর্ব শত্রুতার জেরে তাঁরা ফারুককে ফাঁসানোর জন্য মাদক ব্যবসায়ী রাসেল থেকে ৫টি ইয়াবা কেনেন। পরে জোর করে ফারুকের পকেটে ঢুকিয়ে পুলিশকে খবর দেন।
এই ঘটনায় সন্দ্বীপ থানার উপপরিদর্শক মোফাজ্জল হোসেন বাদী হয়ে একটি মামলা করেছেন।