এল ক্ল্যাসিকোয় রিয়াল মাদ্রিদের সঙ্গে পেরে উঠল না বার্সেলোনা। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে গোল মিসের খেসারত দিয়ে ২-১ গোলে হেরেছে বার্সা। প্রথমার্ধে ডিফেন্ডার ডেভিড আলবার একমাত্র গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল। তবে ম্যাচ জমে ওঠে শেষ দিকে গিয়ে।
৯৩ মিনিটে রিয়ালের হয়ে দ্বিতীয় গোল করেন আরেক ডিফেন্ডার লুকাস ভাজকেজ। ৯৭ মিনিটে এক গোল শোধ করেন সার্জিও আগুয়েরো। তবে সেটি কেবল ব্যবধানই কমিয়েছে। বার্সার হয়ে আর্জেন্টাইন তারকার প্রথম গোলটা শেষ পর্যন্ত তাই আর কোনো কাজে আসেনি।
এই হারে সময়টা আরও কঠিন হলো বার্সা কোচ রোনাল্ড কোমানের। ৯ ম্যাচে বার্সার পয়েন্ট ১৫। শীর্ষে থাকা রিয়ালের পয়েন্ট সমান ম্যাচে ২০।