বিনোদন প্রতিবেদক, ঢাকা
গতকাল সাকরাইন উৎসবে মেতে উঠেছিল পুরান ঢাকার মানুষ। এ উৎসবের মূল আকর্ষণ ঘুড়ি উড়ানো। তাই এটি ঘুড়ি উৎসব নামেও পরিচিত। বিশেষ এই উৎসব উপলক্ষে নতুন গান প্রকাশ করেছে আরটিভি ফোক স্টেশন। শনিবার ‘ঘুড্ডি বাকাট্টা’ শিরোনামের গানটি প্রকাশ পেয়েছে আরটিভি মিউজিক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। এতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী পাগল সুজন। গানটি লিখেছেন ও সুর করেছেন শিল্পী নিজেই। সংগীতায়োজন করেছেন অভিজিত জিতু।
পাগল সুজন বলেন, ‘ঘুড্ডি বাকাট্টা শব্দ দুটি পুরান ঢাকার প্রচলিত, যদিও গানে শব্দ দুটি রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। ঘুড্ডি বলতে বোঝানো হয়েছে আমাদের দৃষ্টি। ঘুড্ডি বাকাট্টা মানে আমাদের দৃষ্টির সঠিক গন্তব্য হারানো। আমাদের চোখ দুটিই আমাদের ঘুড়ি, তাই চোখের হেফাজত করাটা জরুরি। ফান ফুর্তি মনে হলেও গানটির কথায় জীবনের দর্শনকে উপস্থাপন করার চেষ্টা করেছি। গানটি ফোক স্টাইলে তৈরি করা হয়েছে, যেন লোকধারাটা ঠিক থাকে।’