হোম > ছাপা সংস্করণ

অভিজিতের সংগীতে সুজনের ‘ঘুড্ডি বাকাট্টা’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

গতকাল সাকরাইন উৎসবে মেতে উঠেছিল পুরান ঢাকার মানুষ। এ উৎসবের মূল আকর্ষণ ঘুড়ি উড়ানো। তাই এটি ঘুড়ি উৎসব নামেও পরিচিত। বিশেষ এই উৎসব উপলক্ষে নতুন গান প্রকাশ করেছে আরটিভি ফোক স্টেশন। শনিবার ‘ঘুড্ডি বাকাট্টা’ শিরোনামের গানটি প্রকাশ পেয়েছে আরটিভি মিউজিক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। এতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী পাগল সুজন। গানটি লিখেছেন ও সুর করেছেন শিল্পী নিজেই। সংগীতায়োজন করেছেন অভিজিত জিতু। 

পাগল সুজন বলেন, ‘ঘুড্ডি বাকাট্টা শব্দ দুটি পুরান ঢাকার প্রচলিত, যদিও গানে শব্দ দুটি রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। ঘুড্ডি বলতে বোঝানো হয়েছে আমাদের দৃষ্টি। ঘুড্ডি বাকাট্টা মানে আমাদের দৃষ্টির সঠিক গন্তব্য হারানো। আমাদের চোখ দুটিই আমাদের ঘুড়ি, তাই চোখের হেফাজত করাটা জরুরি। ফান ফুর্তি মনে হলেও গানটির কথায় জীবনের দর্শনকে উপস্থাপন করার চেষ্টা করেছি। গানটি ফোক স্টাইলে তৈরি করা হয়েছে, যেন লোকধারাটা ঠিক থাকে।’

সংগীত পরিচালক অভিজিত জিতু বলেন, ‘ফোক স্টেশনের জন্য সুজনকে নির্বাচন করার পর আমরা তার গান শুনতে চাই। গানটি আমাদের পছন্দ হলে কাজ শুরু করি। চেষ্টা করেছি পুরোপুরি লোকগানের ধাঁচে তৈরি করতে। কাজ যখন প্রায় শেষ, তখন সবাই মিলে সিদ্ধান্ত নিলাম এবারের সাকরাইন উৎসবে গানটি রিলিজ করার। গানের কথা, সুর ও মিউজিক সাকরাইনের সঙ্গে খুব মিলে যায়। এখন তো এই উৎসবে বেশির ভাগ জায়গায় হিন্দি গান বাজে। আমাদের ট্র্যাডিশন কিন্তু এটা নয়। সেখান থেকে আমরা অনেক দূর সরে গেছি। এই গানটি আগের সেই আমেজ একটু হলেও ফিরিয়ে আনবে বলে আমাদের বিশ্বাস।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন