বানিয়াচংয় উপজেলায় একাধিক মামলার ১০ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার উপজেলার পৃথক স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন-মৌমাছির মিয়া, সালমান মিয়া, আবু লায়েছ মিয়া, আবু নাছের মিয়া, রমজান মিয়া, এবাদুর রহমান, খেলু মিয়া, রমজান আলী, হাফিজুর রহমান, সেফু মিয়া। তাঁরা সকলে এ উপজেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে একাদিক মামলার অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন আজকের পত্রিকাকে বলেন, আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাঁদের কারাগারে পাঠিয়েছেন।
তিনি আরও বলেন, সকল প্রকার অপরাধ দমনে নিয়মিত কাজ করে যাবে বানিয়াচং থানার পুলিশ সদস্যরা।