বিনোদন প্রতিবেদক, ঢাকা
চার দশকের সংগীতজীবনে পালাগান নিয়ে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়িয়েছেন ইসলাম উদ্দীন পালাকার। গত বছর কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনে ‘দেওরা’ গেয়ে নতুনভাবে পরিচিতি পান তিনি। গানটি নতুন প্রজন্মের কাছে জনপ্রিয়তা এনে দিয়েছে তাঁকে। এবার ইসলাম উদ্দীন পালাকার গাইলেন সিনেমায়। আহমেদ হুমায়ুনের ‘পটু’ সিনেমায় প্রথমবার প্লেব্যাক করলেন তিনি।
গতকাল পটু সিনেমার ‘বিয়ে কেন হলো না’ শিরোনামের গানের টিজার প্রকাশ করা হয় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে। সেখানেই শোনা গেল ইসলাম উদ্দীন পালাকারের কণ্ঠ। তিনি বলেন, ‘এই প্রথমবার সিনেমায় গাইলাম। সিনেমার গান হলেও এটি কিন্তু আমাদের আদি সংস্কৃতি ধারার গান। এই ধরনের গানের সঙ্গে আমি পরিচিত। তাই রাজি হয়ে গেলাম। এ ছাড়া কোক স্টুডিওতে গাওয়ার পর সবাই যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছে, সেই বিষয়টিও আমাকে উৎসাহিত করেছে সিনেমায় গাওয়ার জন্য।’
সিনেমায় নিয়মিত গাইবেন কিনা এমন প্রশ্নের জবাবে ইসলাম উদ্দীন পালাকার বলেন, ‘আমি সবসময় পালাগান করে থাকি। এ ছাড়া জারি গান, সারি গানের সম্পর্কে আমার জানাশোনা আছে। এখন যদি কেউ আমাকে বলে লালনগীতি গাওয়ার জন্য, তাহলে তো আমি পারবো না বা কঠিন হয়ে যাবে। আমি যে ধরনের গান গাই, সেই ধরনের প্রস্তুাব এলে সিনেমার গান গাইতে আমার কোনো সমস্যা নেই।’
সিনেমাটির পরিচালক আহমেদ হুমায়ুন বলেন, ‘গানটির কথা ও সুর সংগৃহীত। প্রায় ৩০০ বছর আগের গান এটি। নতুন করে সংগীতায়োজন করেছেন পশ্চিমবঙ্গের রূপক তিওয়ারি। পটু সিনেমার গল্প আমাদের দেশের গল্প। বিয়ে কেন হলো না গানটিও শতভাগ খাঁটি বাংলা গান। গানটি সিনেমার জন্য নির্বাচন করার পর থেকেই আমরা সবাই ভাবছিলাম ইসলাম উদ্দীন পালাকারের কণ্ঠে খুব মানিয়ে যাবে। এরপর তাঁর সঙ্গে আমরা যোগাযোগ করি। তিনিও আগ্রহ দেখান। খুব দরদ গিয়ে গানটি গেয়েছেন ইসলাম উদ্দীন পালাকার। আমি বিশ্বাস করি তাঁর কণ্ঠে গানটি সবার ভালো লাগবে।’
সোমবার জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে বিয়ে কেন হলো না গানটি। পটু সিনেমায় অভিনয় করেছেন ইভান সাইর, আফরা শাইয়ারা, শোয়েব মনির, দিলরুবা হোসেন দোয়েল, আরিফুল রনি প্রমুখ। আগামী রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।