Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

কামারচাক ইউপিতে নৌকার প্রার্থী চূড়ান্ত

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি 

কামারচাক ইউপিতে নৌকার প্রার্থী চূড়ান্ত

রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জেলা যুবলীগের সহসভাপতি নাজমুল হক সেলিমকে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ড বরাবর আওয়ামী লীগেরে প্রার্থী পরিবর্তন চিঠিতে নাজমুল হক সেলিমকে নৌকার প্রার্থী হিসেবে চূড়ান্ত ঘোষণা করেন।

এর আগে এ ইউপি নির্বাচন উপলক্ষে দুই চেয়ারম্যান পদপ্রার্থী শেখ হাসিনা স্বাক্ষরিত আওয়ামী লীগের নৌকা মার্কার মনোনয়নের চিঠি পান। এক ইউনিয়নে বারবার প্রার্থী রদবদল হওয়ায় এবং শেখ হাসিনার স্বাক্ষর থাকায় পুরো জেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়ে। এ ঘটনায় ভোটারদের মধ্যেও উৎসবের পরিবর্তে উৎকণ্ঠা তৈরি হয়েছে।

জানা যায়, গত ২৩ নভেম্বর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিল্পব বড়ুয়া স্বাক্ষরিত সিলেট বিভাগীয় আওয়ামী লীগ মনোনীত তালিকায় ওই ইউপির আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে জেলা যুবলীগের সহসভাপতি নাজমুল হক সেলিমের নাম আসে। পরদিন ২৪ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত দলীয় মনোনয়ন ফরমে আতাউর রহমানের নামে নৌকা মার্কার মনোনয়নের চিঠি আসে।

এ সময় আতাউর রহমানের সমর্থকেরা প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে শোডাউন ও আনন্দ মিছিল করে। এ নিয়ে রাত থেকেই জেলা জুড়ে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়। এ নিয়ে দলীয় নেতা-কর্মী ও নাজমুল হক সেলিমের সমর্থকদের মধ্যে হতাশা তৈরি।

এদিকে আতাউর রহমান ও নাজমুল হক সেলিম নৌকা মার্কার মনোনীত প্রার্থী হিসেবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। এ বিষয়ে জানতে চেয়ে আতাউর রহমানকে মুঠোফোনে কল দিলে তিনি কল রিসিভি করেননি।

জানতে চাইলে নাজমুল হক সেলিম বলেন, ‘আমি নৌকা মার্কার মনোনয়ন পেয়েছি। আমি নৌকা মার্কার মনোনীত প্রার্থী হিসেবে কামারচাক ইউনিয়নে নির্বাচন করব। আতাউর রহমানের সম্পর্কে আমি কিছু জানি না।’

এ নিয়ে রাজনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলন বখত বলেন, ‘কামারচাক ইউনিয়নে গত ২৩ নভেম্বরের তালিকায় মনোনীত প্রার্থী নাজমুল হক সেলিম আওয়ামী লীগ মনোনীত প্রার্থী।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ