হোম > ছাপা সংস্করণ

যে কারণে সরে দাঁড়ালেন সজল

বিনোদন প্রতিবেদক, ঢাকা

ইফতেখার চৌধুরীর ওয়েব ফিল্ম ‘ড্রাইভার’ দিয়ে আবার এক হওয়ার কথা ছিল সজল-মাহির। টিভি নাটকের জনপ্রিয় মুখ সজল ও চলচ্চিত্রের মাহিয়া মাহিকে একসঙ্গে এখনো দেখেননি দর্শক। তাই তাঁদের এক ফ্রেমে আনার চেষ্টা আগেও হয়েছে।

নির্মাতা বদিউল আলম খোকন ২০১৬ সালে সজল ও মাহিকে নিয়ে তৈরি করতে চেয়েছিলেন ‘হারজিৎ’ নামের একটি ছবি। মাঝপথেই বন্ধ হয়ে যায় শুটিং। এখনো ‘হারজিৎ’-এর ভাগ্যে ঝুলছে অনিশ্চয়তার সিলমোহর।

এ বছর ‘ড্রাইভার’ ওয়েব ফিল্মে অভিনয় করার কথা ছিল সজল-মাহির। মূল চরিত্রে নেওয়া হয় মোশাররফ করিমকে। এরই মধ্যে ‘ড্রাইভার’-এর শুটিংও শেষ হয়েছে। চলছে শুটিং-পরবর্তী কাজ। এখন এসে জানা গেল, ছবিতে মোশাররফ করিম ও মাহি অভিনয় করলেও আগেই সরে দাঁড়িয়েছেন সজল।

‘ড্রাইভার’ ছবিতে সজলের পরিবর্তে নেওয়া হয় আরেফিন জিলানীকে। কিন্তু কেন সজল অভিনয় করেননি এতে? পরিচালক ইফতেখার চৌধুরী জানিয়েছেন, শুটিংয়ের সময় সজলের শারীরিক অবস্থা ভালো ছিল না। তাই তাঁর বিকল্প খুঁজতে হয়েছে।

তবে সজল জানিয়েছেন আরও এক কারণ। চরিত্রের গুরুত্ব কম মনে হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাঁর মতে, ‘ড্রাইভার’-এর গল্প খুব ভালো হলেও যে চরিত্রে সজলের অভিনয় করার কথা ছিল, সেটার পর্দা উপস্থিতি কম।

গল্পে সজলের গুরুত্ব বাড়াতে চেয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান। কিন্তু তাতে মূল গল্পে অনেক পরিবর্তন আসত। তাই ছবির স্বার্থে নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেই সরে দাঁড়ান সজল।

তবে নির্মাতা ইফতেখার চৌধুরীর সঙ্গে কাজ করার ব্যাপারে ভীষণ আগ্রহী সজল। তাই অপেক্ষায় আছেন নতুন কোনো ছবির।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন