Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

ডলি জহুর এখন পরিচালক

বিনোদন প্রতিবেদক, ঢাকা

ডলি জহুর এখন পরিচালক

দেশবরেণ্য অভিনেত্রী ডলি জহুর। মঞ্চ থেকে শুরু করে টেলিভিশন ও চলচ্চিত্র—সব জায়গায় তাঁর সমান পদচারণ। সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১-এ আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন ডলি জহুর। আগের মতো সিনেমায় অভিনয় না করলেও নিয়মিত কাজ করে যাচ্ছেন টেলিভিশন নাটকে। এবার পরিচালনায় নাম লেখালেন এই গুণী অভিনেত্রী।

‘দাঁড়কাক’ নামের টেলিফিল্ম দিয়ে পরিচালনা শুরু করলেন ডলি জহুর। টেলিফিল্মটি রচনাও করেছেন তিনি। এরই মধ্যে টেলিফিল্মটির নির্মাণকাজ শেষ করেছেন ডলি জহুর। নিজের পরিচালিত প্রথম টেলিফিল্ম নিয়ে ডলি জহুর বলেন, ‘দাঁড়কাক টেলিফিল্মের গল্পটা নিয়ে আমার অনেক দিনের পরিকল্পনা। আগে থেকেই ভেবে রেখেছিলাম, পরিচালনা করলে এই কাজটি দিয়েই শুরু করব। প্রথম কাজটি একটা কমফোর্ট জোনে থেকে করতে চেয়েছি। তাই চিত্রনাট্যটা নিজেই করেছি। আমার দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা দিয়েই চেষ্টা করেছি একটা সুন্দর আর ভালো লাগার মতো টেলিফিল্ম দর্শককে উপহার দিতে। বাকি বিচার-বিবেচনা দর্শকের ওপর।’

টেলিফিল্মটিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জোবায়ের ও তানজিকা আমিন। ডলি জহুরের নির্দেশনায় কাজ করা প্রসঙ্গে তানজিকা আমিন বলেন, ‘এটা আমার সৌভাগ্য যে আমি আমাদের প্রিয় ডলি মায়ের প্রথম পরিচালিত টেলিফিল্মে অভিনয় করতে পেরেছি। তিনি খুবই আন্তরিকতা নিয়ে কাজটি করেছেন। আমার অভিনয়জীবনের শুরু থেকেই আমি ডলি মায়ের কাছ থেকে শিখছি। তিনিই প্রথম আমাকে বলেছিলেন চরিত্রের ভেতরে প্রবেশ করে তা নিজের মধ্যে লালন করে তারপর সেই চরিত্রটির মতো করেই অভিনয় করতে হয়।’

ডলি জহুর জানিয়েছেন, আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহে চ্যানেল আইতে প্রচার হবে ‘দাঁড়কাক’ টেলিফিল্মটি।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ