Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

ইবিতে বঙ্গবন্ধু চেয়ার পদ শূন্য বছর ধরে

ইবি প্রতিনিধি

ইবিতে বঙ্গবন্ধু চেয়ার পদ শূন্য বছর ধরে

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বঙ্গবন্ধু চেয়ার পদটি এক বছরেরও বেশি সময় শূন্য রয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের ওপর অধিকতর গবেষণার লক্ষ্যে ২০১৭ সালের ২০ জুলাই ইবিতে বঙ্গবন্ধু চেয়ার পদটি সৃষ্টি করা হয়।

বঙ্গবন্ধুর জীবনদর্শন, মতাদর্শ, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশসহ বিভিন্ন বিষয়ে গবেষণার জন্য দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু চেয়ার স্থাপন করা হয়। স্বনামধন্য অধ্যাপক ও বিশিষ্ট গবেষকেরা মর্যাদাপূর্ণ এ চেয়ারে নিয়োগ পেয়ে থাকেন।

এ পদে নিয়োগপ্রাপ্ত অধ্যাপকেরা ‘বঙ্গবন্ধু চেয়ার’ বা ‘বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক’ পদবিতে ভূষিত হন।

পদটিতে নিয়োগ পাওয়া ব্যক্তি অধ্যাপকের সমান বেতন-ভাতা ও বিশ্ববিদ্যালয়ে থাকার সুবিধা পান। দুই বছরের মেয়াদ হলেও ক্ষেত্র বিশেষে তা চার মাস বাড়ানোর সুযোগ রয়েছে।

ইবিতে বঙ্গবন্ধু চেয়ার প্রবর্তনের পাঁচ বছরে এ পর্যন্ত মাত্র একজন গবেষক এ পদে নিয়োগ পেয়েছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২০ জুলাই বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক হিসেবে নিয়োগ পান বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। গত বছরের ১৪ এপ্রিল তিনি মারা যান। এতে থমকে যায় বঙ্গবন্ধু চেয়ারের কার্যক্রম।

ইবি বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ড. মাহবুবুল আরফিন বলেন, ‘এ পদে দ্রুত নিয়োগ হোক, সেটা আমরা চাই। প্রশাসনের কাছে অনুরোধ থাকবে, দ্রুত যেন পদটিতে যোগ্য কাউকে পদায়ন করা হয়।’

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘বঙ্গবন্ধু চেয়ারে নিয়োগের ক্ষেত্রে কিছু প্রক্রিয়া রয়েছে। এ জন্য একটু সময় লাগছে। তবে শিগগির পদটিতে নিয়োগ দেওয়া হবে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ